Monday, ডিসেম্বর ১১, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীকে নির্বাচনে চান পাবনার সংস্কৃতিকর্মীরাওনার্স পরিচয় দেন ডাক্তার, দিচ্ছেন সর্ব রোগের চিকিৎসাডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

সাবেক রেল সচিব সেলিম রেজা জাতীয় মানবাধিকার সদস্য নির্বাচিত হওয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শেয়ার করতে এখানে চাপ দিন

বেড়া প্রতিনিধিঃ সাবেক রেল সচিব সেলিম রেজাকে জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য নির্বাচিত হওয়ায় পাবনা বেড়া পৌরসভার মসজিদে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) আসর নামাজ পর নির্বাচন পরিচালনা পর্যবেক্ষক কমিটির সাবেক সদস্য, মেহেদী হাসান অনিক এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন বলে জানা গেছে।
পাবনা বেড়ার কৃতিসন্তান সাবেক রেল সচিব সেলিম রেজা জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য নির্বাচিত হওয়ায় সাবেক রেল সচিব সেলিম রেজা এবং পরিবারের সকল সদস্যদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় পায়না মধ্যে পাড়া জামে মসজিদে মোঃ মেহেদী হাসান অনিক এর উপস্থিতে আশেপাশের শত শত মুসল্লীগণ উপস্থিত থেকে দোয়া ও মোনাজাতে শরিক হন। এছাড়াও বেড়া পৌরসভার বড় পায়না পূর্বপাড়া বাইতুল জান্নাত জামে মসজিদ, ছোট পায়না বায়তুল জান্নাত জামে মসজিদ, শাহ্পাড়া নতুন মসজিদ, শাহ্পাড়া হাফিজিয়া মাদ্রাসা মসজিদ, মধ্যেপাড়া খন্দকার মসজিদ, মাকরাজ মসজিদসহ একসাথে দোয়া ও মিলাদের আয়োজন করা হয় বলে জানা গেছে।

উল্লেখ্য তিনি রংপুর এর এনডিসি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসাইনমেন্ট অফিসার, কুয়েতের দুতাবাসের চাকরি, ইআরডির চাকরি, বিএমইটির মহাপরিচালক, প্রবাসী কল্যাণ মন্ত্রনালয়ের সচিব, সবশেষে রেলপথ মন্ত্রণালয় এ সচিব হিসেবে এ পর্যন্ত সবচেয়ে সফল হিসেবে বিবেচিত সর্বশেষ মানবাধিকার কমিশনের সর্বক্ষণিক সদস্য হিসেবে নিয়োগ পান তিনি।

জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০০৯ (২০০৯ সনের ৫৩ নং আইনে) ধারা ৬(১), ধারা (৫)২ এর সহিত পঠিতব্য এর বিধান অনুযায়ী ৮ ডিসেম্বর ২০২২ ইং বৃহস্পতিবার মহামান্য রাষ্ট্রপতি, সাবেক সচিব মোঃ সেলিম রেজাকে জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য হিসেবে নিয়োগ প্রদান করেন।

মোঃ সেলিম রেজা মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য পদে অধিষ্ঠিত থাকাকালীন সময়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারকের ন্যয় সকল সুযোগ-সুবিধা ও বেতন ভাতা প্রাপ্ত হবেন। তিনি প্রতিমন্ত্রীর সমমানের মর্যাদার অধিকারী হবেন।

জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য পদ পেয়ে মোঃ সেলিম রেজা মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী কে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব আমি যথাযথভাবে পালনের মাধ্যমে দেশের মানুষের কল্যানে কাজ করে যেতে চাই। এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর