Tuesday, ডিসেম্বর ১২, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীকে নির্বাচনে চান পাবনার সংস্কৃতিকর্মীরাওনার্স পরিচয় দেন ডাক্তার, দিচ্ছেন সর্ব রোগের চিকিৎসাডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

মানবিক চেয়ারম্যান হিসেবে মোটরসাইকেল উপহার পেলেন বেড়া হাটুরিয়া-নাকালিয়ার চেয়ারম্যান

শেয়ার করতে এখানে চাপ দিন

আরিফ খানঃ পাবনা বেড়া উপজেলার ১ নং হাটুরিয়া- নাকালিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সরকার নির্বাচিত হওয়ার পর থেকে তার ইউনিয়ন বাসিকে জনসেবায় বিশেষ গুরুত্ব অবদান রাখায় মানবিক চেয়ারম্যান বিবেচিত হওয়ায় সৌজন্য উপহার হিসেবে একটি সুজুকি জিগজার এসএফ মোটরসাইকেল উপহার দেয়া হয়েছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সন্ধায় হাটুরিয়া বাজারে আনুষ্ঠানিকভাবে মোটর সাইকেলের চাবি হস্তান্তর করেন মোটরসাইকেল দাদা বিশিষ্ট ব্যবসায়ী হাজ্বী মোঃ হেলাল উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের আমি লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক, বেড়া উপজেলা কৃষক লীগের সভাপতি সাইদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ও কাস্টম কর্মকর্তা নাকালিয়া সাড়াশিয়া বণিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আরশেদ আলী মন্ডল, সাবেক সভাপতি হাজী নুরু ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফজর আলী প্রামানিক, নাসির উদ্দিন বাদশা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সহ ইউনিয়ন আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এই আনন্দঘন মুহূর্তে সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এ ব্যাপারে হাটুরিয়া-নাকালিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সরকার জানান, আমি জনগণের প্রতিনিধি। জনগণের সুখ-দুঃখের পাশে থাকায় আমার মূল লক্ষ্য এছাড়াও সরকারের সকল প্রকার সুযোগ-সুবিধা সঠিকভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয় আমার একমাত্র কাজ। আমার ইউনিয়নবাসীর দোয়া এবং সহযোগিতা পেলে আমার ইউনিয়নকে ডিজিটাল ইউনিয়নে রূপান্তর করব ইনশাল্লাহ।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর