বেড়া প্রতিনিধিঃ পাবনার বেড়া উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্যুরো বাংলাদেশের উদ্যোগে অসহায় শাতার্তদের মাঝে ৩০০ কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (১১ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে কম্বলগুলো তুলে দেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহা. সবুর আলী। এ সময় বিশেষ অতিধি হিসেবে উপস্থিত ছিলেন হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হামিদ সরকার, ব্যুরো বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক (পাবনা) মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবু বকর সিদ্দিক, ব্যুরো বাংলাদেশের বেড়া শাখার ব্যবস্থাপক মো. সরোয়ার হোসেন প্রমূখ।
যাঁদের মধ্যে কম্বল বিতরণ করা হয় তাঁদের বেশির ভাগই ছিলেন যমুনার ভাঙনে নিঃস্ব হওয়া অসহায় শীতার্ত মানুষ। তাঁদের অনেকেই বন্যানিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়ে তীব্র শীতে চরম কষ্ট করছিলেন। কম্বল পেয়ে এসব শীতার্তের মুখে হাসি ফুটে ওঠে।
কম্বল পেয়ে উপজেলার মৈত্রবাঁধা গ্রামের মালতী খাতুন বলেন, ‘শীতে খুব কষ্ট হতেছিল। কম্বলখান পায়া খুব উপকার হলো।’