Monday, ডিসেম্বর ১১, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীকে নির্বাচনে চান পাবনার সংস্কৃতিকর্মীরাওনার্স পরিচয় দেন ডাক্তার, দিচ্ছেন সর্ব রোগের চিকিৎসাডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

শিগগিরই বেড়া গৃহহীনমুক্ত এলাকা হবে, ডেপুটি স্পিকার

শেয়ার করতে এখানে চাপ দিন

প্রতিনিধি, বেড়া, পাবনাঃ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেছেন, শিগগিরই পাবনার বেড়া উপজেলাকে গৃহহীনমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করা হবে। তবে শুধু বেড়া উপজেলাই নয় সারা দেশেই গৃহহীনদের ঘর দেওয়া হবে। এতে দেশে কোনো গৃহহীন থাকবে না। বুধবার, ১ মার্চ বেড়া উপজেলার মনজুর কাদের মহিলা ডিগ্রি কলেজের নতুন ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তিনি এ কথাগুলো বলেন। তিনি আরও বলেন, বর্তমান সরকারের উন্নয়নের জোয়ারের চিহ্ন এখন সব জায়গায়। আজ শিক্ষার হার ৭৪ দশমিক ১। অথচ ২০০১ সালে যারা ক্ষমতায় এসেছিল তারা শিক্ষার হার ২০ ভাগ কমিয়ে দিয়েছিল। তা না হলে আজ দেশের শিক্ষার হার শতভাগের পৌঁছে যেত। তিনি বলেন, ২০৪১ সালের মধে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার কাজ করছে। আর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ডিজিটাল ল্যাবরেটরি ছাড়া স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব নয়। মনজুর কাদের মহিলা কলেজসহ বেড়া উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ডিজিটাল ল্যাবরেটরি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

(বুধবার, ১ মার্চ) সকাল ১০টায় মনজুর কাদের মহিলা কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি মুসলিমা খাতুন। এছাড়া এতে কলেজের সহকারী অধ্যাপক আবু সাঈদের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেড়া পৌরসভার মেয়র এস. এম. আসিফ শামস্ রঞ্জন।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষক আব্দুল ওয়াহাব, বেড়া নাগরিক কমিটির সভাপতি আল-মাহমুদ সরকার, কলেজের অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান, গভর্নিং বডির সদস্য রমজান আলী, বেড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পাবনা জেলা পরিষদের সদস্য মাসুদ রানা ময়ছার প্রমূখ।

উল্লেখ্য জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুর উদ্যোগে মনজুর কাদের মহিলা কলেজে চারতলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবনের বরাদ্দ হয়। সম্প্রতি এই ভবনের একতলার কাজ শেষ হলে (বুধবার, ১ মার্চ) সেটির উদ্বোধন করা হয়।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর