প্রতিনিধি, বেড়া, পাবনাঃ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেছেন, শিগগিরই পাবনার বেড়া উপজেলাকে গৃহহীনমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করা হবে। তবে শুধু বেড়া উপজেলাই নয় সারা দেশেই গৃহহীনদের ঘর দেওয়া হবে। এতে দেশে কোনো গৃহহীন থাকবে না। বুধবার, ১ মার্চ বেড়া উপজেলার মনজুর কাদের মহিলা ডিগ্রি কলেজের নতুন ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তিনি এ কথাগুলো বলেন। তিনি আরও বলেন, বর্তমান সরকারের উন্নয়নের জোয়ারের চিহ্ন এখন সব জায়গায়। আজ শিক্ষার হার ৭৪ দশমিক ১। অথচ ২০০১ সালে যারা ক্ষমতায় এসেছিল তারা শিক্ষার হার ২০ ভাগ কমিয়ে দিয়েছিল। তা না হলে আজ দেশের শিক্ষার হার শতভাগের পৌঁছে যেত। তিনি বলেন, ২০৪১ সালের মধে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার কাজ করছে। আর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ডিজিটাল ল্যাবরেটরি ছাড়া স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব নয়। মনজুর কাদের মহিলা কলেজসহ বেড়া উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ডিজিটাল ল্যাবরেটরি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
(বুধবার, ১ মার্চ) সকাল ১০টায় মনজুর কাদের মহিলা কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি মুসলিমা খাতুন। এছাড়া এতে কলেজের সহকারী অধ্যাপক আবু সাঈদের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেড়া পৌরসভার মেয়র এস. এম. আসিফ শামস্ রঞ্জন।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষক আব্দুল ওয়াহাব, বেড়া নাগরিক কমিটির সভাপতি আল-মাহমুদ সরকার, কলেজের অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান, গভর্নিং বডির সদস্য রমজান আলী, বেড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পাবনা জেলা পরিষদের সদস্য মাসুদ রানা ময়ছার প্রমূখ।
উল্লেখ্য জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুর উদ্যোগে মনজুর কাদের মহিলা কলেজে চারতলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবনের বরাদ্দ হয়। সম্প্রতি এই ভবনের একতলার কাজ শেষ হলে (বুধবার, ১ মার্চ) সেটির উদ্বোধন করা হয়।