Friday, ডিসেম্বর ৮, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধারবেড়ায় বালুবাহী ড্রাম ট্রাক চাপায় ঠিকাদার নিহতমহাসড়কের দুপাশের গাছ চালক-যাত্রীদের আতঙ্ক

নিখোঁজের তিন দিনপর কিশোরের বস্তাবন্দি লাশ উদ্ধার

শেয়ার করতে এখানে চাপ দিন

বেড়া (পাবনা)প্রতিনিধিঃ পাবনা বেড়ায় নিখোঁজের তিন দিনপর মো.রাজু (১২) নামের অটো ভ্যানচালক এক কিশোরের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে বেড়া মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে উপজেলার যমুনা নদী থেকে বস্তাবন্দি ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ।
সে উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের বাকশোয়া পাড়ার গ্রামের আব্দুর রাজ্জাকের একমাত্র ছেলে।পরিবার সূত্রে জানা যায়, রাজু তার মা ছোট দুই বোনকে নিয়ে নানার বাড়িতে বসবাস করতেন ।

জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে সে নিখোঁজ ছিল। কে বা কারা রাজুকে হত্যা করেছে এ নিয়ে রহস্য সৃস্টি হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, নতুন ভারেঙ্গা ইউনিয়নের বাকশোয়া পাড়া গ্রামের আলো প্রামানিকের মেয়ে ময়না খাতুনের সাথে পাবনা সদর উপজেলার জামালপুরের রাজ্জাকের সাথে বিয়ে হয় পনর বছর আগে। কয়েক বছর আগে তাদের বিচ্ছেদ হলে ময়না খাতুন বাকশোয়া গ্রামে তার পিতার বসতভিটায় আশ্রয় নেন।সেখানেই রাজু ভ্যান চালিয়ে তার দুই বোন ও মায়ের ভরনপোষণ করতেন। গত ২৮ফেব্রুয়ারি থেকে একটি ব্যাটারিচালিত ভ্যানসহ সে নিখোঁজ ছিল। এরপর থেকে স্বজনরা তাঁর সন্ধান করতে থাকেন।অবশেষে বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে আড়াই কিলোমিটার দুরে যমুনা নদীর তীরে একটি বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বস্তাবন্দি অবস্থায় রাজুর লাশ উদ্ধার করেন।
বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান খান জানান, পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। পুলিশ দ্রুতই রহস্য উন্মোচন করতে সক্ষম হবে।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর