রেজাউল করিম শেখ
উদ্বোধন
লাল টাট্টু ঘোড়ায় চড়ে আসেন মহারাজ
নত মস্তক- করজোর প্রজাবৃন্দ-
আমাদের ফসল খেয়েছে পতঙ্গে
আমাদের জীবন খেয়েছে সমরঙ্গে
প্রভু- কৃপা করুন-
গোলার ধান ছেড়ে বাঁচান
-বাঁচুক আপনার নাজুক সন্তান।
মহারাজ
মহোত্তম মানবের কীর্তন-
স্মরণ করো প্রভু যিশু
যিনি তোমাদের পিতা
আপন জীবন দিলেন ক্রুশে!
স্মরণ করো প্রভু কৃষ্ণ
রথের গোপাল- বৃন্দাবনের প্রেমিক!
তোমাদের যা কিছু স্থাবর-অস্থাবর
যা কিছু জীবনের- যৌবনের
প্রত্যাবর্তন করেছে আপন মালিকের ঘরে।
ধন্য নাম করো- সত্যকাম প্রভুর সন্তানেরা
পেটে ও পীঠে তোমাদের পূন্যছাপ
হাতে ও বায়ে রাজকীয় সম্মানের বেড়ি
কীর্তন করো- মহোত্তম মানবের
-সকল সত্যকাম প্রভুর সন্তান।
প্রজাবৃন্দ
বিগলিত ভক্তের চোখে সন্তোষের জল-
আমাদের ঘরে ও ঘটে যা কিছু সঞ্চয়
সকলই তোমার প্রভু-
কিশোরী- নারী- সোনার ফসল
আমাদের দুরন্ত যৌবন
-তুলে নাও তোমার টাট্টু ঘোড়ার বহরে।