Monday, ডিসেম্বর ১১, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীকে নির্বাচনে চান পাবনার সংস্কৃতিকর্মীরাওনার্স পরিচয় দেন ডাক্তার, দিচ্ছেন সর্ব রোগের চিকিৎসাডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে দুবাইয়ে রওয়ানা হলেন রাষ্ট্রপতি

শেয়ার করতে এখানে চাপ দিন

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সংযুক্ত আরব আমিরাতের দুবাই গেলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাষ্ট্রপতি ঢাকা ছাড়েন বলে জানিয়েছেন তার সহকারী প্রেস সচিব মো. ইমরানুল হাসান। এর আগে বঙ্গভবনের উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, দুবাইয়ের আমেরিকান হাসপাতালে রাষ্ট্রপতি স্বাস্থ্য পরীক্ষা করাবেন।

৭৬ বছর বয়সী আবদুল হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। বঙ্গভবন সূত্রে জানা গেছে, জাতীয় সংসদে স্পিকার থাকা অবস্থায় চিকিৎসার জন্য নিয়মিত তাকে সিঙ্গাপুরে যেতে হতো। রাষ্ট্রপতি হওয়ার পর সিঙ্গাপুরের পাশাপাশি লন্ডনেও স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসা করাচ্ছেন তিনি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে রাষ্ট্রপতিকে বিদায় জানান কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক। এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের চার্জ দ্য অ্যাফেয়ার্স, তিন বাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সবশেষ গত মার্চ মাসে স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডন গিয়েছিলেন মো. আবদুল হামিদ। এরপর থেকে মহামারির সাবধানতায় স্বাস্থ্যঝুঁকি ও নিরাপত্তা ইস্যুতে বঙ্গভবনের বাইরে (কিশোরগঞ্জের মিঠামইনে ছোট ভাইয়ের জানাজা ছাড়া) তেমন কোনো কর্মসূচিতে অংশ নেননি রাষ্ট্রপতি। সাত মাস পর তিনি এই প্রথম দেশের বাইরে গেলেন। সফর শেষে আগামী ২২ অক্টোবর রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর