সাঁথিয়া প্রতিনিধি (তাইজুল ইসলাম) : পাবনার সাঁথিয়ায় নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক -কর্মচারীদের মধ্যে প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) ১২ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুম মিলনায়তনে চেক বিতরন অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) ফায়সাল রায়হান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য এ্যাড,শামসুল হক টুকু (এমপি) , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুল্লাহ আল মাহমুদ দেলোয়ার ও সাঁথিয়া পৌরসভার মেয়র মোঃ মিরাজুল ইসলাম প্রামানিক।
আরোও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, মুক্তিযোদ্ধা জামালউদ্দিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
এসময় প্রতিটি শিক্ষকের জন্য ৫ হাজার টাকা ও কর্মচারীর জন্য ২ হাজার টাকা করে মোট ১২২ জনকে ৫ লাখ ৭০ হাজার টাকার প্রণোদনা চেক বিতরণ করা হয়।