Monday, ডিসেম্বর ১১, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীকে নির্বাচনে চান পাবনার সংস্কৃতিকর্মীরাওনার্স পরিচয় দেন ডাক্তার, দিচ্ছেন সর্ব রোগের চিকিৎসাডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

পাবনায় ভাষা সংগ্রামী আমিনুল ইসলাম বাদশা গণ গ্রন্থাগার উদ্বোধন

শেয়ার করতে এখানে চাপ দিন

পাবনা-সদর প্রতিনিধি : একুশে পদক প্রাপ্ত ভাষা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম বাদশার স্মরণে পাবনায় গ্রন্থাগার নির্মাণ করা হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের পুরাতন বোর্ড ঘর এলাকায় এ গ্রন্থাগার উদ্বোধন করেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স ও আমিনুল ইসলাম বাদশার ছোট ভাই পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক রবিউল ইসলাম রবি।

পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে উদ্বোধনী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আমিনুল ইসলাম বাদশার ছেলে মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্ম সচিব সাবিরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান ও হেমায়েতপুর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন।

বক্তারা এ সময় ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে আমিনুল ইসলাম বাদশার অবদান স্মরণ করে যুব সমাজের অবক্ষয় রোধে সন্তানদের পাঠাগারমুখী করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

বাংলা ভাষার দাবীতে ১৯৪৮ সালের ২৯ ফেব্রুয়ারি আহুত হরতালে তৎকালীন পূর্ব পাকিস্থানে প্রথম গ্রেপ্তার হওয়া ভাষা সংগ্রামী ছিলেন আমিনুল ইসলাম বাদশা।

১৯৫০ সালের খাপড়া ওয়ার্ড আন্দোলনের গুলিবিদ্ধ বিপ্লবী বাদশা মহান মুক্তিযুদ্ধে পাবনায় গঠিত স্বাধীন বাংলা সংগ্রাম পরিষদের অন্যতম সদস্য ছিলেন।

আমিনুল ইসলাম বাদশা’র অবদানের স্বীকৃতি স্বরুপ ২০২০ সালে বাংলাদেশ সরকার তাঁকে মরণোত্তর একুশে পদক প্রদান করেছেন।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর