মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কয়েকমাস ধরে বন্ধ থাকা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ছুটি আরেকদফা বাড়িয়ে ১৯ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেন।
বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপে বাড়িয়ে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত ছুটি ঘোষণা করেছিল সরকার। এবার তা আরও বাড়ানো হলো।
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কয়েকমাস ধরে বন্ধ থাকা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ছুটি আরেকদফা বাড়িয়ে ১৯ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।
বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপে বাড়িয়ে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত ছুটি ঘোষণা করেছিল সরকার। এবার তা আরও বাড়ানো হলো।
কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনা করে এবং আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে ১৪ নভেম্বরের পর সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হতে পারে বলে আভাস দিয়েছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। মহামারীর মধ্যে এবার পঞ্চম ও অষ্টমের সমাপনী পরীক্ষা এবং মাধ্যমিক স্তরের বার্ষিক পরীক্ষাও নেবে না সরকার। আর অষ্টমের সমাপনী এবং এসএসসি ও সমমানের ফলাফলের ভিত্তিতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হবে।