Sunday, ডিসেম্বর ১০, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীকে নির্বাচনে চান পাবনার সংস্কৃতিকর্মীরাওনার্স পরিচয় দেন ডাক্তার, দিচ্ছেন সর্ব রোগের চিকিৎসাডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

বৃহত্তর কাশিনাথপুরে বঙ্গমাতার নামে মহিলা বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা

শেয়ার করতে এখানে চাপ দিন

নিজস্ব প্রতিনিধি : পাবনার কাশিনাথপুর-আমিনপুর এলাকায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের নামে মহিলা বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আজ মঙ্গলবার (২ মার্চ) সকালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা-ভিসি ও কাশিনাথপুর মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি ড. মো. আমিন উদ্দিন মৃধা ওই অঞ্চলের একদল উচ্চ শিক্ষিত তরুণের সাথে বৈঠক করে এ উদ্যোগ নেন। এ সময় তারা আমিনপুর থানাধীন কাজীরহাট-বাঁধেরহাট এলাকায় প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের জন্য প্রয়োজনমত জায়গা পছন্দ করেন।
উদ্যোক্তারা জানান, উত্তরবঙ্গের প্রবেশদ্বারখ্যাত বেড়া উপজেলার আমিনপুর থানা ও বৃহত্তর কাশিনাথপুর অঞ্চল কৌশলগত কারণেই পাবনা জেলার অন্যতম বাণিজ্যিক এলাকা। অত্র অঞ্চলে একটি মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি। বঙ্গমাতার নামে মহিলা বিশ্ববিদ্যালয় করার বিষয়টি দ্রুত বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান এবং পাবনা বিজ্ঞান পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা-ভাইস চ্যান্সেলর বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ড. আমিন উদ্দিন মৃধা বলেন, নিজের জন্মভূমি বেড়া-আমিনপুর এলাকায় একটি মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্ন আমার অনেক দিনের। অত্র অঞ্চলের উচ্চ-শিক্ষিত কিছু তরুণ আমার স্বপ্নকে বেগবান করতে এগিয়ে এসেছে। ওদেরকে সাথে নিয়েই আমি বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছি। শিগগির এর প্রপোজাল ফাইল সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছানো হবে। তিনি বলেন, মহিলা বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলে পাবনা ও পার্শ্ববর্তী জেলার মেয়েদের উচ্চ শিক্ষার দূয়ার খুলে যাবে। বঙ্গমাতার নামে মহিলা বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন পেতে তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির সদস্য ও স্থানীয় কলেজ শিক্ষক মাসুদ বিন আমিন বিপ্লব, টিটুল খান, আলাউল হোসেন, রঞ্জন দত্ত, স্কুল শিক্ষক হাফিজুর রহমান হাফিজ, সোবহান শিকদার, ব্যবসায়ী মিজানুর রহমান মাসুম, রবিউল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মায়ের নামে মহিলা বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি দিয়ে পাবনাবাসীর চিরদিনের লালিত স্বপ্নকে বাস্তবে রূপদান করবেন বলে আমরা বিশ্বাস করি।
তারা আরও জানান, নারী শিক্ষার আধুনিকায়ন ও শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমান সরকার। আমরা সরকারের গৃহীত উন্নয়নমূলক প্রদক্ষেপগুলির সাথে একাত্মতা প্রকাশ করে এরকম একটি উদ্যোগ প্রহণ করেছি।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর