সাঁথিয়ায় অসহায় পরিবারের মাঝে এইচ.এম তানজিল’র এান বিতরণ
সাঁথিয়া প্রতিনিধি (মো: তাইজুল ইসলাম): পাবনার সাঁথিয়ায় বাংলাদেশ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ পাবনা জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার মোঃ রুহুল আমিনের নির্দেশে এইচ এম তানজিল’র উদ্যোগে হতদরিদ্র ও কর্মহীন পরিবারের মাঝে এান বিতরণ করা হয়।
গতকাল বৃহস্পতিবার (১৫ জুলাই ২০২১) বিকাল ৫টার দিকে চককোনাবাড়িয়া, দেবকগ্রাম,বন্দিরাম চর,শিবরামপুর,হাড়িয়াকাহন,চড়পাকুড়িয়া,বিলমহিষার চরসহ গৌরিগ্রাম ইউনিয়ন ও সাঁথিয়া পৌরসভার বিভিন্ন গ্রামের প্রায় ৩৩০ টি দেশব্যাপী মহামারী করোনাভাইরাস মোকাবেলায় কর্মহীন ও হতদরিদ্র পরিবারের মাঝে এান বিতরণ করেছেন সাঁথিয়া কোনাবাড়িয়ার সন্তান এইচএম তানজিল।
এসময় উপস্থিত ছিলেন গৌরীগ্রাম ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার খোরশেদ আলম, ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুল মালেক,শোয়াইব হোসেন শুভ,আনিসুজ্জামান, নয়নসহ বিভিন্ন এলাকার উপকার ভোগী হতদরিদ্র জনগন।