বেড়া(পাবনা)প্রতিনিধিঃ নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাটকা (ছোট ইলিশ) বিক্রির দায়ে গতকাল শুক্রবার(১৭ মার্চ) সকালে বেড়া উপজেলার কাশিনাথপুর বাজারে অভিযান চালিয়ে ১৬০ কেজি জাটকাসহ ইসহাক বিশ্বাস (৫৫)নামের এক মাছ বিক্রেতাকে আটক করেছে আমিনপুর থানার পুলিশ। পরে ভ্রাম্যমান আদালতে ওই মাছ বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা ও জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।
জানা যায়, প্রতিবছর নভেম্বর থেকে জুন পর্যন্ত জাটকা ধরা,পরিবহন,মজুদ সম্পুর্ণভাবে নিষেধ।
আমিনপুর থানা সূত্রে জানা যায়,সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে দীর্ঘদিন ধরে একটি চক্র যমুনা নদীতে জাটকা শিকার করে গোপনে স্থানীয় কাশিনাথপুর বাজারে বিক্রি করে আসছিল এমন অভিযোগের সূত্রধরে শুক্রবার সকালে এসআই মকবুল হোসেনের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়।সে সময় মাৎস পক্রিয়াজাতকরণ ৬টি বাক্সভর্তি ১৬০কেজি জাটকাসহ ওই মাছ বিক্রেতাকে আটক করা হয়।পরে মাছসহ আটক ব্যক্তিকে নির্বাহী ম্যাজিট্রেট ওবেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সবুর আলীর আদালতে হাজির করলে তাকে ৫ হাজার টাকা জরিমানা ও জব্দকৃত জাটকা উপজেলার বিভিন্ন এতিমখানার এতিমদের মাঝে বিতরণ করা হয়।