Friday, ডিসেম্বর ৮, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধারবেড়ায় বালুবাহী ড্রাম ট্রাক চাপায় ঠিকাদার নিহতমহাসড়কের দুপাশের গাছ চালক-যাত্রীদের আতঙ্ক

স্মার্ট বাংলাদেশ গড়তে মাদক ও জঙ্গিবাদ     নির্মূল করতে হবে- ডেপুটি স্পিকার  টুকু 

শেয়ার করতে এখানে চাপ দিন

মনসুর আলম খোকনঃ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা এ্যাড. শামসুল হক টুকু এমপি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে ধুমপান, মাদক ও জঙ্গিবাদ নির্মূল করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও মাদকের ঠাঁই নাই। জ্ঞান-বিজ্ঞান চর্চার মাধ্যমে সুমানব সম্পদ গড়ে তুলতে হবে। সুস্থ থাকার অন্যতম উপায় ধুমপানমুক্ত মাদকমুক্ত থাকা।
পাশাপাশি সন্ত্রাস ও জঙ্গিবাদ সাম্প্রদায়িকতা মুক্ত থাকতে হবে। মাদকাশক্ত ব্যক্তি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর। আমাদের আগামী প্রজন্মকে মাদকাশক্তির অন্ধকারাচ্ছন জীবন ও মাদকাশক্তির ভয়াবহতা সম্পর্ক সচেতন করতে হবে। সোমবার(২০ মার্চ) দুপুরে পাবনার সাঁথিয়ায় উপজেলা পরিচালন ও উনয়ন প্রকল্প (ইউজিডিপি) আয়োজিত মাদকের ভয়াবহতা,সন্ত্রাসও জঙ্গিবাদ রোধে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি বিষয়ক ক্যাম্পেইন শিক্ষার্থীদের সামনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী  শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রাথীর্কে বিজয়ী করতে হবে । অন্যথায় দেশে আবার বিশৃখলা হবে। দেশে জঙ্গিবাদের অভয়ারণ্য পরিণত হবে।
জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত উক্ত ক্যাম্পেইনে এ সময় আরও বক্তব্য দেন ইউজিডিপি প্রতিনিধি আঃ ওয়ারেছ, উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলায়ার, পৌর মেয়র মাহবুবুল আলম বাচু, অধ্যক্ষ ড. মশিউর রহমান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, সেলিমা সুলতানা শিলা, শিক্ষার্থী মুনিয়া আফরোজ মীম প্রমুখ। এ সময় উপস্হিত শিক্ষার্থীরা প্রধান অতিথির সাথে  হাত তুলে  মাদককে না বলে শপথ নেন।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর