নিজস্ব প্রতিনিধি: পাবনা বেড়া উপজেলার ১নং হাঁটুরিয়া-নাকালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ সরকারের বিরুদ্ধে ‘‘চেয়ারম্যান হামিদ জনপ্রতিনিধি থেকে সন্ত্রাসী’’ শিরোনামে আলোকিত প্রতিদিন একটি অনলাইন নিউজ পোর্টালে মিথ্যা সংবাদ প্রকাশ ও প্রচার করা হয়েছে দাবি করে এর প্রতিবাদ জানিয়েছেন চেয়ারম্যান আব্দুল হামিদ সরকার।
প্রতিবাদে হাঁটুরিয়া-নাকালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ সরকার বলেন, আমার জনপ্রিয়তায় ভীত হয়ে একটি কুচক্রি মহল হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে। আমি হাাঁটুরিয়া-নাকালিয়া ইউনিয়ন পরিষদকে আওয়ামী লীগের ঘাঁটিতে পরিণত করেছি। এলাকার মানুষ শান্তিতে আছে। এলাকার উন্নয়ন হচ্ছে। আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আমার জনপ্রিয়তা ও ভাবমূর্তি ক্ষুণœ করতে পারবে না। আমার বিরুদ্ধে যে মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে আমি তার প্রতিবাদ ও ঘৃণা জানাচ্ছি। আমার এবং আমার আওয়ামীলীগের কর্মীদের মান সম্মান রক্ষার্থে অপ-প্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছি।