Saturday, ডিসেম্বর ৯, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধারবেড়ায় বালুবাহী ড্রাম ট্রাক চাপায় ঠিকাদার নিহতমহাসড়কের দুপাশের গাছ চালক-যাত্রীদের আতঙ্ক

সাঁথিয়ায় অসুস্থ বাবাকে রক্ত দিয়ে যুবকের মৃত্যু

শেয়ার করতে এখানে চাপ দিন

সাঁথিয়া প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় মজনু শেখ (৪২) নামের এক যুবক বাবাকে রক্তদানের ১২ ঘন্টার ব্যবধানে মারা গেছেন। রোববার রাত দুইটার দিকে তিনি মারা যান।

তিনি বামনডাঙ্গা গ্রামের নজু শেখ এর ছেলে। পেশায় গাড়ি চালক ছিলেন। এর আগে রোববার দুপুর দুই টার দিকে তিনি তার অসুস্থ বাবাকে নিজের রক্ত দিয়েছিলেন। মজনু শেখ এর মামা মনছুর আলী ঝন্টু জানান, মজনু ঢাকায় গাড়ি চালাতেন। তার বাবার অসুস্থতার কথা শুনে কয়েকদিন আগে গ্রামের বাড়ি আসে। তার গুরুতর অসুস্থ বাবার চিকিৎিসায় রক্তের প্রয়োজন হয়। রোববার দুপুরে তিনি তার বাবার জন্য নিজেই রক্ত দেন। রক্ত দিয়ে হাসপাতাল থেকে তিনি বাড়ি আসেন। বিশ্রাম না নিয়েই তিনি মাঠে যান পেঁয়াজ তুলতে।। সেখানে তিনি অসুস্থবোধ করলে স্বজনেরা তাকে বিকেলে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা রাজশাহীতে রেফার্ড করেন। রোববার রাতেই তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দু’টার দিকে তিনি মারা যান। সজ্জ্বন বলে পরিচিত মজুন শেখের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।আর- আতাইকুলা ইউপি চেয়ারম্যান মিরাজুল ইসলাম বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর