Sunday, ডিসেম্বর ১০, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীকে নির্বাচনে চান পাবনার সংস্কৃতিকর্মীরাওনার্স পরিচয় দেন ডাক্তার, দিচ্ছেন সর্ব রোগের চিকিৎসাডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

কালবৈশাখী ঝড়ে বেড়া মনজুর কাদের মহিলা কলেজের প্রধান দুই শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত

শেয়ার করতে এখানে চাপ দিন

বেড়া (পাবনা) প্রতিনিধি: বৃহস্পতিবার (৩০ মার্চ) সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ে পাবনার বেড়া উপজেলার মনজুর কাদের মহিলা কলেজের প্রধান শ্রেণিকক্ষ হিসেবে ব্যবহৃত দুটি টিনের ঘর মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বর্তমানে চলা ছুটি শেষ হওয়ার পর কলেজের শ্রেণি পাঠদান বিঘœ হতে পারে বলে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে। কলেজটিতে এখন রোজা ও ঈদ উপলক্ষে ছুটি চলছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেড়া পৌর এলাকার দত্তকান্দি, বনগ্রাম, সানিলা, মৈত্রবাঁধা মহল্লাসহ বেড়া বাসস্ট্যান্ড এলাকার ওপর দিয়ে প্রবল শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড় বয়ে যায়। এতে বেশ কিছু এলাকার ঘরবাড়ি, গাছপালা ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে জেলার নারী শিক্ষার অন্যতম বিদ্যাপীঠ মনজুর কাদের মহিলা কলেজের প্রধান শ্রেণিকক্ষ হিসেবে ব্যবহৃত প্রায় ২০০ ফুট লম্বা দুটি টিনের ঘর মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। কলেজ কর্তৃপক্ষ জানায়, কলেজে এক হাজার সাত শরও (১৭০০) বেশি ছাত্রী পড়ালেখা করে। এমনিতেই সেখানে শ্রেণিকক্ষের সংকট রয়েছে। এর ওপর ঝড়ে সবচেয়ে বড় দুটি ঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় আগামীতে শ্রেণিপাঠদান ব্যাহত হবে।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর