Friday, ডিসেম্বর ৮, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধারবেড়ায় বালুবাহী ড্রাম ট্রাক চাপায় ঠিকাদার নিহতমহাসড়কের দুপাশের গাছ চালক-যাত্রীদের আতঙ্ক

পাবনায় তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত

শেয়ার করতে এখানে চাপ দিন

নিজস্ব প্রতিনিধিঃ গরম আর রোদে বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষের জীবন। গরমে অস্বস্তিতে মানুষ। বিশেষ করে রোজাদারদের জন্য কষ্ট বেড়েছে। ভোরে সূর্য ওঠার পরপরই বাড়তে থাকে তাপমাত্রা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের প্রখর তাপে মানুষের গায়ে জ্বালা ধরাচ্ছে। রোজার মাঝামাঝি সময়ে হঠাৎ করে তাপমাত্রা বাড়ায় অতিষ্ঠ জনজীবন।
তবে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও ক্ষেতমজুর, রিকশাচালক,  ধান চাতাল শ্রমিকসহ মাঠের কৃষকেরা।
শ্রমিক খাদিজা বলেন, রোদের তাপে চাতালে থাকা দায় হয়ে পড়েছে। কিন্তু চাতালে না নামলে ধানও শুকবে না। ধান শুকাতে না পারলে মজুরিও পাওয়া যাবে না। আর মজুরি না পাওয়া গেলে পেটে দানাও পড়বে না। তাই রোদের তাপ সহ্য করেই কাজ করতে হচ্ছে। শহরের রিকশা চালক জলিল বলেন, আগে যে আয় হতো, এখন তাপদাহের কারণে  সেই আয় হচ্ছে না। তা ছাড়া তীব্র রোদে বেশিক্ষণ রিকশা চালানো কঠিন হয়ে পড়েছে।
এবিষয়ে পাবনা ঈশ্বরদীর আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক  নাজমূল হক  জানান, আজকে পাবনায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস। জেলার ৯টি উপজেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর