বেড়া (পাবনা) প্রতিনিধি: আসন্ন ঈদকে সামনে রেখে পণ্য পরিবহন স্বাভাবিক ও ঘরফেরা মানুষদের দুর্ভোগ কমাতে বাংলাদেশ অভ্যান্তরীণ নৌ- পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিএ) পাবনা বেড়া উপজেলার কাজিরহাট-আরিচা নৌ-পথে আরো একটি কে টাইফ ফেরি সংযোগ করছে।
১৩ এপ্রিল বৃহস্পতিবার ফেরিটি সংযোগ করা হবে বলে জানা গেছে ।এতে করে ৭ টি ফেরি দিয়ে এ নৌ-পথের যোগাযোগ স্বাভাবিক ও যাত্রি পারাপার নির্বিঘ্নে হবে বলে বাংলাদেশ অভ্যান্তরিণ নৌ পরিবহন কর্তৃপক্ষ(বিআইডব্লিটিসি) কাজিরহাট ঘাটের ব্যবস্থাপক ফয়সাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘাটের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে এক মতবিনিময় সভা বৃহস্পতিবার (১৩ এপ্রির) দুপুরে কাজিরহাট বন্দরে অনুষ্ঠিত হয়। বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সবুর আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন,পাবনা জেলা পুলিশ সুপার আকবর আলী মুন্সি, কাজিরহাট বন্দর কর্মকর্তা ওয়াকিল আহম্মেদ,আরিচা নৌ বন্দর কর্মকর্তা খালেদ নেওয়াজ,বেড়া উপজেলা চেয়ারম্যান রেজাউল হক বাবু, স্থানীয় জনপ্রতিনিধি ও নগরবাড়ি নৌ-পুলিশ ও আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বৃন্দ।
জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন বলেছেন, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার এড়াতে সড়ক পথে যোগাযোগ স্থাপনকারী যাত্রী পরিবহন গুলোর ফিটনেস পরিক্ষার জন্য তিনি নির্দেশ দিয়েছেন।
পাবনা জেলা পুলিশ সুপার আকবর আলী মুন্সি জানান, যাত্রী পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে পুলিশ যাবতীয় প্রস্তুতি গ্রহন করেছেন। নৌ-পথে অবৈধ যান চলাচল বন্ধ ও বন্দরের দৌরাত্ম্য কমাতে অতিরিক্ত পুলিশ দিনরাত দ্বায়িত্ব পালন করবে।