বেড়া প্রতিনিধিঃ পাবনার বেড়া পৌর এলাকার সরকারি বিবি হাইস্কুলের বারান্দা থেকে গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
আজ রবিবার (১৬ এপ্রিল) সকালে বেড়া পৌর এলাকার সরকারি বিবিস্কুলের বারান্দা থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে পৌর এলাকার দক্ষিন পাড়া মহল্লার এন্তাজ আলীর ছেলে হাসান আলী (৪০) সে পেশায় শ্রমিকের কাজ করলেও একজন পেশাদার জুয়ারি হিসেবে এলাকায় পরিচিত ছিল । ধারণা করা হচ্ছে রাতের কোন একসময় দুষ্কৃতকারীরা তাকে সেখানে নিয়ে হত্যাকান্ড ঘটিয়েছে।
নিহতের ভাই রিক্সা ভ্যানচালক হেলাল জানান,নিহত হাসান রাজমিস্ত্রীর সহকারীসহ শ্রমিকের কাজ করলেও জুয়া খেলার নেশায় আসক্ত ছিল। জুয়ার টাকা নিয়ে অন্যান্য জুয়ারি দের সাথে দন্দের কারণে হত্যাকান্ডে ঘটনা ঘটতে পারে বলে তিনি আশংকা করছেন।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাদিউল ইসলাম জানান,এলাকাবাসীদের দেয়া সংবাদ পেয়ে সকালেই পুলিশ লাশ উদ্ধার করেছে। প্রাথমিক ভাবে লাশের সুরতহাল তৈরি করা হয়েছে।তাকে উপর্যপুরি ছুরিকাঘাত ও গলা কেটে হত্যাকান্ড নিশ্চিত করেছে দুষ্কৃতকারীরা। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হবে।