নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে অবমাননার দায়ে পাবনার সাঁথিয়া উপজেলার কাশীনাথপুর শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তরিত কুমার কুন্ডু ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মাহবুব রহমানের বিরুদ্ধে আদালতে মামলার পর তদন্ত শুরু করেছে পিবিআই।
রবিবার ( ৩০ এপ্রিল) দুপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত শুরু করেছেন বলে জানা গেছে।
কাশিনাথপুরের বিশিষ্ট সমাজসেবক ও আওয়ামীলীগ নেতা এমএনএইচ জাকির বাদী হয়ে ৫০০/৫০১/৫০৩/৫০৬ (২) দণ্ডবিধি অনুযায়ী বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী-৫ আাদালতে মামলা দায়ের করেছেন। যার মামলা নম্বর ২৬/২০২৩ ইং (সাঁথিয়া)।
জানা যায়, ওই কলেজের সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রকাশিত “উচ্ছ্বসিত সূবর্ণ” নামের ম্যাগাজিনের কভার পৃষ্ঠায় স্থানীয় এক জামায়াত নেতার বড় ছবিসহ তার ব্যবসা প্রতিষ্ঠানের শুভেচ্ছা বিজ্ঞাপন ছাপানো হয়। এরপরের পৃষ্ঠায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ৩য় পাতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দিয়ে শ্রদ্ধায় স্মরণ জানানো হয়। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবির পূর্বে বৃহত্তর কাশিনাথপুর সাংগঠনিক থানা জামায়াতের আমীর মোস্তাফিজুর রহমান ফিরোজের বড় করে ছবি ছাপা হওয়ায় এলাকার সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। গত ৩ ও ৪ মার্চ দুই দিন ব্যাপী অনুষ্ঠিত সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে মোড়ক উন্মোচন করা হয় ম্যাগাজিনটির। এরপর থেকেই এ নিয়ে তোলপাড় হয় এবং ১৯ মার্চ (রবিবার) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তরিত কুমার কুন্ডু ও ওই ম্যাগাজিনের সম্পাদনার দায়িত্বপ্রাপ্ত সহকারী অধ্যাপক মাহবুব রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
এ বিষয়ে ওই কলেজের একাধিক শিক্ষকের সাথে কথা বললে তারা জানান, ম্যাগাজিন প্রকাশের প্রধান দায়িত্ব পালন করেন মাহবুব রহমান নামের বাংলা বিভাগের এক সহকারী অধ্যাপক। ম্যাগাজিনটি প্রকাশের পূর্বে শিক্ষকদের সাথে কোন আলোচনাই তিনি করেননি বলে একাধিক শিক্ষক অভিযোগ করেন। ওই কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক কাজী সিরাজুল ইসলাম বকুল বলেন, এমন ন্যাক্কারজনক ঘটনার সাথে যারা সম্পৃক্ত তদন্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সময়ের দাবী।
এ বিষয়ে কলেজের গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিভাগের সিনিয়র শিক্ষক এমএম শাহাবুদ্দিন টুটুল মুঠোফোনে এ প্রতিনিধিকে জানান, এতবড় ভুল মেনে নেওয়া যায় না ম্যাগাজিনে কিভাবে বঙ্গবন্ধুর ছবির পূর্বে একজন জামায়াত নেতার ছবিসহ বিজ্ঞাপন ছাপা হলো?
কলেজ গভর্নিং বডির হিতৈষী সদস্য মজিবর রহমান মুকুল বলেন, বিজ্ঞাপনের অধ্যায়েই জাতির জনক বঙ্গবন্ধু এবং মাননীয় প্রধানমন্ত্রীর ছবি দেয়া হয়েছে। তাহলে বঙ্গবন্ধুর ছবি কি বিজ্ঞাপনের অন্তর্ভুক্ত? এটা অত্যন্ত দুঃখজনক।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই ইন্সপেক্টর রায়হান তদন্তের বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, এ মামলাটির তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।