Friday, ডিসেম্বর ৮, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধারবেড়ায় বালুবাহী ড্রাম ট্রাক চাপায় ঠিকাদার নিহতমহাসড়কের দুপাশের গাছ চালক-যাত্রীদের আতঙ্ক

সাঁথিয়ার বরকত আলমের শখের খামার এখন টাকার গাছ

শেয়ার করতে এখানে চাপ দিন

আরিফ খাঁন: শখের বসে কবুতর পালন শুরু করেন পাবনা সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের আওয়ামীলীগ নেতা বরকত আলম। আর এ শখই এখন রুপ নিয়েছে বাণিজ্যিক খামারে। বর্তমানে যা থেকে মাসে প্রায় অর্ধলক্ষ টাকা উপার্জন করছেন তিনি।
খামারীর সাথে কথা বলে জানা যায়, ছোটবেলা থেকেই কবুতর পালনের শখ ছিল উপজেলার করমজা গ্রামের বরকত আলমের কিন্তু রাজনৈতিক ব্যস্ততার কারনে সময় হয়ে উঠেনা তার। তিনি সাঁথিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক। পাঁচ বছর আগে তাঁর ইচ্ছে আরও দৃড় হয়ে উঠে। আট জোড়া কবুতর দিয়ে শুরু করেন তিনি। এদের মধ্যে ছিল জারমানশিল, হেলমেট,এমেরিকান করমোনা, নান, মাফেট হেলমেট, শেখ শারলি প্রজাতির কবুতর।
এ শখকে পুঁজি করেই নিজের বাড়িতে গড়ে তোলেন খামার। বর্তমানে তার খামারে একশত তিন প্রজাতির কবুতর রয়েছে। কবুতরগুলোর মধ্যে রয়েছে এমেরিমান মডেনা,এজিভীসন, ড্রাগন,মারট্রেক,মনডিয়ান,ট্রেচার, বিউটি জার্মান, ড্রেনিস পাকিস্থান, ইরানি টরি। এছাড়াও বেলজিয়াম, চুইনা, মার্কসি, জিরাগলা, সবুজগলা, লালগলা, বেনারস, রেচার, গিরিজেল, বারহুমাসহ অন্যান্য প্রজাতির কবুতর রয়েছে তার।
এ কবুতরগুলো পালনের জন্য নিজ বাড়ির একটি আধাপাকা ঘরে তৈরি করে লোহার খাচায় আলাদা আলাদা প্রজাতির কবুতরের খামার করেছেন। এছাড়াও খামার ঘরের বাহিরে পালন করেন অন্যান্য প্রজাতির কবুতর। সেগুলোকে চিকিৎসকের পরামর্শ মেনেই দিচ্ছেন নিয়মিত চিকিৎসাসহ খাবার।
এদিকে বরকতের খামারের খবর চারদিকে ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা ও পাবনা জেলার বাহিরের জেলা থেকেও কবুতর প্রেমীরা ছুটে আসেন তার খামারের দামী কবুতর কেনার জন্য। যার প্রতি জোড়ার বর্তমান বাজার ১৫ হাজার থেকে ৯০ হাজার টাকা পর্যন্ত মূল্যর কবুতর রয়েছে। বর্তমানে তার খামারে ১৮ থেকে বিশ লাখ টাকার কবুতর আছে বলে জানা যায়।
ব্যবসায়ী বরকত আলম বলেন, অন্য ব্যবসার পাশাপাশি কবুতরের খামার করেছি। আমার খামারের কবুতরের খাবার পানি দেওয়া ও দেখভালের জন্য মাসিক বেতনভুক্ত দুইজন কর্মচারী রাখা হয়েছে। কবুতর পালন করে অল্প পুঁজিতে অতি সহজেই বেকারত্ব দূর করা যায়। অন্যান্যরাও আমার মতো খামার করে সফল হতে পারেন। তিনি আরও বলেন, প্রতি মাসে সকল খরচ বাদ দিয়ে ৫০ হাজার টাকার মত আয় থাকে তার। তবে গত তিনমাসে তার খামারে অল্প কিছু কবুতর কমিয়ে দিয়েছেন খাদ্যসহ অন্যান্য জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায়।
সাঁথিয়া উপজেলা প্রাণীসম্পদ অফিসার মো. ফারুক হোসেন জানান, তথ্য অনুযায়ী, সাঁথিয়া উপজেলায় ছোট-বড় মিলিয়ে প্রায় ১০০ টি কবুতরের খামার রয়েছে। এছাড়াও অনেকের বাড়িতেই কমবেশি কবুতর পালন হয়ে থাকে। উপজেলা প্রাণীসম্পদ অফিস থেকে খামারীদের চিকিৎসাসহ সকল পরামর্শ দেয়া হয়।
স্থানীয়রা বরকত আলমের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন তার কবুতর পালন দেখে আগ্রহী হচ্ছেন অনেক বেকার যুবক।
করমজা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হোচেন আলী বাগচি বলেন, কবুতর পালন অনেক শখের বিষয়। বরকত আলমের মতো অন্য বেকার যুবকরাও কবুতর পালনে এগিয়ে আসলে স্বাবলম্বী হতে পারবে। এছাড়া এতে তারা মাদক থেকেও দূরে থাকবে।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর