Tuesday, ডিসেম্বর ১২, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীকে নির্বাচনে চান পাবনার সংস্কৃতিকর্মীরাওনার্স পরিচয় দেন ডাক্তার, দিচ্ছেন সর্ব রোগের চিকিৎসাডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

বেড়ায় রোগীদের মধ্যে চেক, খামারিদের মধ্যে ছাগল-ভেড়া বিতরণ

শেয়ার করতে এখানে চাপ দিন

নিজস্ব প্রতিবেদকঃ প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় পাবনার বেড়া উপজেলায় গতকাল (বুধবার, ২৪ মে) প্রকল্পভূক্ত খামারিদের মধ্যে ছাগল ও ভেড়া এবং সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ক্যান্সার ও কিডনি রোগীদের মধ্যে চিকিৎসা অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু। দুপুর ১২টার দিকে বেড়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা. সবুর আলী। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল হক বাবু, ভাইস চেয়ারম্যান মেসবাহ-উল হক, মহিলা ভাইস চেয়ারম্যান শায়লা শারমিন ইতি, বেড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ প্রমূখ। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মোট ৬৪ জন খামারির মধ্যে ছাগল ও ভেড়া বিতরণ করা হয়। এর মধ্যে ৩২ জন খামারির প্রত্যেককে দুটি করে মোট ৬৪টি ছাগল ও বাকি ৩২ জন খামারির প্রত্যেককে তিনটি করে মোট ৯৬টি ভেড়া বিতরণ করা হয়। অনুষ্ঠানের এক পর্যায়ে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ক্যান্সার ও কিডনি রোগীদের মধ্যে চিকিৎসা বাবদ অনুদানের চেক তুলে দেওয়া হয়।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর