নিজস্ব প্রতিনিধিঃ পাবনা বেড়ায় পাট ক্ষেত থেকে এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে বেড়া মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (৬ মে) বিকেল চারটার দিকে উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের নাকালিয়া বাজার সংলগ্ন নয়ানপুর কবরস্থানের পাশ থেকে মো. ইউসুফ আলী (৫৫) নামের এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করা হয়। ইউসুফ আলী নয়ানপুর গ্রামের মৃত্য খোরশেদ আলীর ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গতকাল সারাদিন ভ্যান চালিয়ে সন্ধায় বাড়ি ফিরে অটোভ্যান চার্জে লাগিয়ে বাড়ি থেকে বের হয়ে রাতে বাড়ি ফেরেনি। রাতে পরিবারে লোকজন আত্মীয়দের বাড়ি সকালে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে তাকে পাওয়া যায় না। পরে মঙ্গলবার বিকেলে স্থানীয়রা পাট খেতে তার লাশ দেখতে পেয়ে পরিবার ও থানায় খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
বেড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাদিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাট ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। তার গলায় ধারালো কোন অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ ও হত্যাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।