Sunday, মে ৫, ২০২৪
শিরোনাম
কাশিনাথপুরের ক্রিসেন্ট হাসপাতালে মতবিনিময় সভাপুন্ডুরিয়ায় রুপকথার আড্ডা বন্ধুমহলের ব্যাতিক্রমী ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিতসাঁথিয়ায় আগুনে কৃষকের ৭ টি ঘর ভূস্মিভুত, মানবেতর জীবন যাপনবেড়ায় কৃষি জমির মাটি ও বালি কাটার দায়ে জেল জরিমানাসাঁথিয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মে দিবস উদযাপনকরমজায় বিট পুলিশিং ও মতবিনিময় সভাবেড়ায় বৃষ্টির জন্য সালাতুল ইসতিসকা নামাজ আদায়অগ্রনী ব্যাংক কাশিনাথপুর শাখা থেকে ১০ কোটি ১৩ লাখ টাকা উধাও, গ্রেফতার ৩ কর্মকর্তাপাবনায় বিপুল পরিমাণ টাকাসহ পাউবোর দুই প্রকৌশলী আটক, পালিয়ে গেলেন ঠিকাদারসাঁথিয়ায় ডেপুটি স্পিকারের উদ্বোধনকৃত নতুন হাট ভেঙ্গে দিলেন এসিল্যান্ড

কেন্দ্রে ভোটার নিয়ে আসার দায়িত্ব প্রার্থীদের, পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করবে কমিশন

শেয়ার করতে এখানে চাপ দিন

স্টাফ রিপোর্টার: দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার সকল সক্ষমতা নির্বাচন কমিশনের আছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। শুক্রবার সকালে পাবনায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের সাথে মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
রাশেদা সুলতানা বলেন, ভোট কেন্দ্রে ভোটার নিয়ে আসার দায়িত্ব প্রার্থীদের। পরিবেশ ও নিরপত্তা নিশ্চিত করবে কমিশনের। এ ক্ষেত্রে সংশ্লিষ্টরা কোন অনিয়ম করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছে কমিশন।
বর্তমান কমিশনের অধীনে প্রতিটি নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হয়েছে। দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের অভিযোগ তদন্ত করে সতর্ক করা হচ্ছে। আচরণ বিধি লঙ্ঘন হলে সামনের দিনগুলোতে কমিশন আরো কঠোর হবে বলেও জানান তিনি।
নির্বাচনে গণমাধ্যমকর্মীদের হুমকি বা সংবাদ সংগ্রহে বাধা দিলে তা অপরাধ গণ্য করে, তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে বলেও জানান রাশেদা সুলতানা। সন্ধ্যায় সার্কিট হাউজ মিলনায়তনে পাবনার পরিস্থিতি নিয়ে নির্বাচনী অনুসন্ধান কমিটির সাথে বৈঠক করবেন কমিশনার রাশেদা সুলতানা।
এর আগে মতবিনিময় সভায় পাবনার পাঁচটি আসনের মধ্যে পাবনা ১, ৩ ও ৪ আসনের স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় বাধা দেয়ার বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। পাবনা ১ আসনের আওয়ামীলীগ প্রার্থীর প্রতিনিধি নাসিফ শামস রনি স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা ও প্রশাসনকে প্রভাবিত করার চেষ্টার অভিযোগ করেন।
পাবনা ১ আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদ এই মুহুর্তে নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নেই জানিয়ে আওয়ামীলীগ প্রার্থী ও তার সমর্থকদের বিরুদ্ধে মোটর সাইকেল মহড়া দিয়ে ভোটারদের হুমকি, প্রচারণায় বাধা ও প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেন। পাবনা ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদ আওয়ামীলীগ প্রার্থীর বিরুদ্ধে প্রচারণায় বাধা ও হুমকি ও এমপির ক্ষমতা প্রদর্শনের অভিযোগ করেন। পাবনা ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী পাঞ্জাব আলী বিশ্বাস আওয়ামীলীগ প্রার্থীর সমর্থকরা ভোটারদের নৌকায় ভোট না দিলে সামাজিক নিরপত্তা ভাতা বন্ধ করে দেয়ার হুমকি দিচ্ছে বলে অভিযোগ জানান।
অভিযোগের উত্তরে প্রার্থীদের আশ্বস্ত করে কমিশনার রাশেদা সুলতানা বলেন, ক্ষমতা প্রদর্শন করে না। মোটর সাইকেল মহড়ায় ভয়ভীতি না দেখিয়ে ভোটারদের মন জয় করতে প্রার্থীদের পরামর্শ দেন।
নির্বাচনে অবস্থান ধরে রাখতে প্রার্থীদের সহযোগিতার আশ্বাস দিয়ে রাশেদা সুলতানা বলেন, আপনারা শক্ত এজেন্ট দেবেন। যারা আপনাদের অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় থাকবে। নির্বাচনী বিধি বিধান সম্পর্কে ধারণা আছে এমন এজেন্ট দিতেও তিনি প্রার্থীদের পরামর্শ দেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজশাহী জসিম উদ্দিন হায়দার , উপ মহা পুলিশ পরিদর্শক রাজশাহী আনিসুর রহমান, রাজশাহী বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, জেলা রিটার্নিং কর্মকর্তা ও পাবনা জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান, পুলিশ সুপার আকবর আলী মুন্সি উপস্থিত ছিলেন।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর