Sunday, মে ৫, ২০২৪
শিরোনাম
কাশিনাথপুরের ক্রিসেন্ট হাসপাতালে মতবিনিময় সভাপুন্ডুরিয়ায় রুপকথার আড্ডা বন্ধুমহলের ব্যাতিক্রমী ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিতসাঁথিয়ায় আগুনে কৃষকের ৭ টি ঘর ভূস্মিভুত, মানবেতর জীবন যাপনবেড়ায় কৃষি জমির মাটি ও বালি কাটার দায়ে জেল জরিমানাসাঁথিয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মে দিবস উদযাপনকরমজায় বিট পুলিশিং ও মতবিনিময় সভাবেড়ায় বৃষ্টির জন্য সালাতুল ইসতিসকা নামাজ আদায়অগ্রনী ব্যাংক কাশিনাথপুর শাখা থেকে ১০ কোটি ১৩ লাখ টাকা উধাও, গ্রেফতার ৩ কর্মকর্তাপাবনায় বিপুল পরিমাণ টাকাসহ পাউবোর দুই প্রকৌশলী আটক, পালিয়ে গেলেন ঠিকাদারসাঁথিয়ায় ডেপুটি স্পিকারের উদ্বোধনকৃত নতুন হাট ভেঙ্গে দিলেন এসিল্যান্ড

সাঁথিয়ায় ডেপুটি স্পিকারের উদ্বোধনকৃত নতুন হাট ভেঙ্গে দিলেন এসিল্যান্ড

শেয়ার করতে এখানে চাপ দিন

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধি: পাবনার সাঁথিয়া উপজেলার রাজাপুর রেলস্টেশনে ডেপুটি স্পিকারের উদ্বোধনকৃত নতুন লাগানো হাট ভেঙ্গে দিলেন সাঁথিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি)। রবিবার মাইকিং করে তিনি দোকানপাট উচ্ছেদসহ হাট বন্ধের নির্দেশ দেন। গত ১৫ এপ্রিল হাটটি উদ্বোধন করেছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাডঃ শামসুল হক টুকু এমপি।

জানা যায়,  উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের রাজাপুর ও আশপাশের  কয়েক গ্রামের জনসাধারণ মিলিত হয়ে রাজাপুর রেলস্টোশনে বুধবার ও রবিবার হাট বসানোর সিদ্ধান্ত নেন। সে মোতাবেক রবিবার ভোর থেকে প্রথম পেঁয়াজ, রসুন, আলু, মরিচসহ বিভিন্ন পণ্যের হাট বসে। এদিকে এ সংবাদ পেয়ে সাঁথিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ রিফাতুল ইসলাম পুলিশসহ উপস্থিত হয়ে উক্ত হাট ভেঙ্গে দেন। মাইকিং করে তিনি আরও বলেন, সরকারি নির্দেশনা ছাড়া আগামীতে হাট বসানো যাবে না। উল্লেখ্য,গত ১৫ এপ্রিল রাজাপুরের হাটটি ব্যাপক আয়োজন করে উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাডঃ শামসুল হক টুকু এমপি। অথচ এক সপ্তাহের ব্যবধানে সরকারি অনুমতি না থাকায় হাটটি ভেঙে দেয়া হলো।  এতে হাটে আসা ব্যবসায়ী, ক্রেতা ও হাট কমিটি হতাশাগ্রস্ত হয়ে পড়ে। ক্ষেতুপাড়া ইউপি চেয়ারম্যান মুনসুর আলম পিনচু বলেন,স্থানীয়রা উদ্যোগ নিয়ে হাট বসিয়েছে। তারা সরকারি নিয়ম মেনে জমি লিখে দিয়ে হাট বসাবে। এখানে রেলস্টেশন ও পাবনা- ঢাকা মহাসড়কের পাশে অনেক বিস্তৃত জায়গায় জনগণের সুবিধার্থে হাট হতে পারে। এ বিষয়ে সাঁথিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ রিফাতুল ইসলাম বলেন,  ইজারা ছাড়া কোন অবৈধ হাট বসানো যাবে না। হাট বসাতে হলে জমি সরকারের নামে লিখে দিয়ে জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে ইজারাদার নিয়োগ দিয়ে হাট বসাতে হবে। সরকারি নিয়ম না মানলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর