Monday, মে ২০, ২০২৪
শিরোনাম

সাঁথিয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মে দিবস উদযাপন

শেয়ার করতে এখানে চাপ দিন

স্টাফ রিপোর্টারঃ মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাঁথিয়া উপজেলা শাখার উদ্যোগে বিশাল র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
র‌্যালিতে তাঁত, দর্জি, ওয়াকশপ, ডেইরি, পোল্ট্রি, রিকশা-ভ্যান, সেলুন, কুলি, ফার্নিচার, ইটভাটা ও মৎস্য শ্রমিক ইউনিয়নের শতশত শ্রমিকরা অংশগ্রহণ করেন।
বুধবার (১ মে) সকাল ৯টার দিকে সাঁথিয়া মহিলা মাদ্রাসার সামনে থেকে র‌্যালিটি শুরু হয়। র‌্যালিটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক ঘুরে সাঁথিয়া সরকারি কলেজের সামনে গিয়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।
পথসভায় বক্তব্য দেন পাবনা জেলা ট্রেড ইউনিয়ন সভাপতি এডভোকেট কামাল হোসেন,সাঁথিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সাইফুল ইসলাম, সাঁথিয়া উপজেলা তাঁত শ্রমিক ইউনিয়ন সভাপতি মোঃ বকুল হোসেন, সাঁথিয়া উপজেলা দর্জি শ্রমিক সভাপতি জাহাঙ্গীর কবির, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাঁথিয়া উপজেলা পোল্ট্রি শ্রমিক সভাপতি রুহুল আমীন, সাধারণ সম্পাদক মনসুর আলম, ডেইরি শ্রমিক সভাপতি আবুল কালাম আজাদ, সাঁথিয়া উপজেলা দোকান শ্রমিক সভাপতি আমিন উদ্দিন প্রমুখ।উপজেলা, পৌর ও বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর