Sunday, মে ১৯, ২০২৪
শিরোনাম

সাঁথিয়ায় সরঃ প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

শেয়ার করতে এখানে চাপ দিন

তাইজুল ইসলাম, স্টাফ রিপোর্টার: পাবনা সাঁথিয়া পৌরসভাধীন সাঁথিযা ফকিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি‘র কমিটি গঠনে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে যানা যায়, সাঁথিয়া ফকিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসএমসি কমিটি গঠনের ক্ষেত্রে পরিপত্র যথাযথ অনুসরণ করা হয়নী। অভিবাবকদের অবহিত না করে অতি গোপনে, সুকৌসলে উক্ত কমিটি গঠন করা হয়েছে। ছাত্রছাত্রী অভিবাবক না হয়েও অভিবাবক সদস্য হয়েছেন। দাতা সদস্য নির্বাচনের ক্ষেত্রেও যথাযথ নিয়ম মানা হয়নী। এই নিয়মবহিভ’ত কমিটি গঠনের ফলে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষেভের সৃষ্টি হয়েছে এবং শিক্ষার সুষ্ঠ পরিবেশ ব্যাহত হবার সম্ভাবনা রয়েছে। সুষ্ঠভাবে শিক্ষাকার্যক্রম পরিচালনার স্বার্থে  নিয়মবহিভ’ত এসএমসি‘র কমিটি বিলপ্তি ঘোষনা করে বিধি অনুযায়ী নতুন কমিটি গঠনেরও দাবী তাদের।

বিদ্যালয়ের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুর রহমান জানান, কমিটি গঠনের ক্ষেত্রে এলাকাবাসী এবং অভিবাবক কেহ জানে না। সাঁথিয়ার প্রানকেন্দ্রে পৌরসভাধীন ৬ নং ওয়াডের সরকারী এ শিক্ষা প্রতিষ্টানটির অবক্ঠামোর খুব খারাপ অবস্থা। ডুয়া কাঁচা  একটি টিনের ঘরে চলছে আড়াইশ ছেলে মেয়ের পাঠদান। অবকাঠামোর উন্নয়ন হওয়া দরকার।

রুহুল আমিন মাষ্টার জানান, কমিটি গঠনের ক্ষেত্রে অনিয়ম করা হয়েছে। অভিবাবক সদস্য হওয়ার যোগ্যতা নেই এমন মানুষকে অভিবাবক করা হয়েছে। এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুকৌশলে প্রধান শিক্ষকের পদ দখল করে আছে। সিলিপ কমিটির টাকাসহ যে সকল আর্থিক সুযোগ সুবিধা এ প্রতিষ্ঠানে আসে তার যথাযত কাজ করা হয় না। তার প্রমান স্কুলে গেলেই পাবেন আপনারা।

আব্দুল আজিজ জানান, এই প্রতিষ্ঠানে আমি অঠারো শতাংশ জমি দিয়েছি কিন্তু দাতা সদস্য করা হলো আমি জানি না।

উপজেলা শিক্ষা অফিসার হেলাল উদ্দিন জানান,ফকিরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি‘র কমিটি শিক্ষা কমিটিতে পাশ হয়েছে। লিখিত অভিযোগ পেয়েছি কোন অনিয়ম হলে তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহন করা হবে।

সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার জানান, কমিটি শিক্ষা কমিটিতে পাশ হয়েছে। কমিটির বিরুদ্ধে লিখিত অভিযোগ আমি পেয়েছি। একই ব্যাক্তি একাধিক প্রতিষ্ঠানের সভাপতি এটা আমার জানা নেই।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর