স্টাফ রিপোর্টার : ঈদকে সামনে রেখে আলাউল হোসেনের কথায় ফেরদৌস তপনের সুর ও কণ্ঠে ‘দীনের নবী, নূরের ছবি’ শিরোনামের একটি গানে চমৎকার মিউজিক ভিডিও নিয়ে হাজির হচ্ছেন নবীন-প্রবীণ কয়েকজন মডেল। গত সোমবার সারাদিনব্যাপী নগরবাড়ি এলাকায় যমুনা নদীতে, বাঁধের হাট রেল স্টেশনে, সিন্দুরী মাজারে এবং সিন্দুরী নয়ন সুখের ঘাটে মিউজিক ভিডিওটির স্যুটিং শেষ হয়।
মডেল হিসেবে অভিনয় করেন মোখলেসুর রহমান মুকুল, হুমায়ুন কবির, মুক্তার হোসেন, ডা. আমিরুল ইসলাম সানু, সরোয়ার হোসেন, রেজাউল করিম রিজু, ইন্দ্রজিৎ শীল, শেখ শাহীন ও আব্দুল আলীম। মিউজিক ভিডিও’র দু’এক দৃশ্যে গীতিকার আলাউল হোসেন ও কণ্ঠশিল্পী ফেরদৌস তপনকেও দেখা যায়। ভিডিওটির কোরিওগ্রাফি করেন আলাউদ্দিন সরকার তুষার এবং পরিচালনা করেন আরিফ খান।
গানটি সম্পর্কে কণ্ঠশিল্পী ফেরদৌস তপন বলেন, অনেক তৃপ্তি নিয়ে স্বতস্ফূর্তভাবে গানটিতে কণ্ঠ দিয়েছি। এরকম সুন্দর কথার গান আগামীতেও করতে চাই। আশা করছি বোদ্ধা শ্রোতাদের তৃষ্ণা মিটবে।
গীতিকার আলাউল হোসেন বলেন, গানটি সব বয়সী শ্রোতাদের ভালো লাগবে। সেই সাথে মিউজিক ভিডিওটি গানের সুর ও ছন্দে নতুন মাত্রা যোগ করেছে।
মডেল হুমায়ুন কবির বলেন, অসংখ্য নাটকে অভিনয় করেছি, কিন্তু মিউজিক ভিডিওতে এটি আমার প্রথম কাজ। ভালো লাগার মতন একটি গান। যতই শুনি, ততই ভালো লাগে।
মডেল মোখলেসুর রহমান মুকুল বলেন, ইতোপূর্বে মঞ্চে কাজ করার সুযোগ হলেও মিউজিক ভিডিওতে কাজ করার সুযোগ এই প্রথম। বিচিত্র অভিজ্ঞতা, আকাশ সমান ভালোলাগা নিয়ে কাজটি করেছি। আমি আমার সর্বোচ্চ চেষ্টা দ্বারা কাজটি করেছি। আশা করছি দর্শক-শ্রোতাদের অন্যরকম এক ভালোলাগার জায়গায় নিয়ে যাবে গানটি।
আগামী দু’এক দিনের মধ্যেই গানবাজনা (Gaanbajna) নামের ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি রিলিজ পাবে। গানবাজনা কর্তৃপক্ষ জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রিলিজ পাওয়া মিউজিক ভিডিওগুলির মধ্যে এটিই আশা করছি সেরা গান হবে।