Sunday, ডিসেম্বর ১০, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীকে নির্বাচনে চান পাবনার সংস্কৃতিকর্মীরাওনার্স পরিচয় দেন ডাক্তার, দিচ্ছেন সর্ব রোগের চিকিৎসাডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

জি-সিরিজ থেকে রিলিজ হলো কামরুজ্জামান রাব্বি’র নতুন চমক

শেয়ার করতে এখানে চাপ দিন

স্টাফ রিপোর্টার : আমি তো ভালা না খ্যাত এই সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী কামরুজ্জামান রাব্বি’র ভিন্ন স্বাদের একটি মিউজিক ভিডিও ‘হৃদয় মাঝে কথা কয়’ গতকাল বুধবার রাতে জি-সিরিজ থেকে রিলিজ পেয়েছে। আলাউল হোসেনের কথায় ও পূজন দাসের সুরে গানটির সংগীতায়োজন করেছেন সানি চাকি। আর মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন জেএস জিসান। গত জুন মাসে ধানমণ্ডি লেকে স্যুটিংকৃত মিউজিক ভিডিওটিতে মডেল হয়েছেন রাব্বি নিজেই। গত ২৫ জুন জি-সিরিজের সাথে গানটির প্রচার নিয়ে চুক্তি হয় গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পীর।
গানটি সম্পর্কে রাব্বি জানান, গানটির কথা, সুর ও সংগীতায়োজন সব কিছুই হয়েছে আমার মনের মত। যত্ন নিয়েই আমার ভক্তদের জন্য গানটিতে কাজ করেছি। আশা করছি ‘হৃদয় মাঝে কথা কয়’ সবার হৃদয় কাড়তে সক্ষম হবে। দর্শক-শ্রোতাদের ভালো লাগলে এরকম গান নিয়ে বারবারই হাজির হবো।
গানটির গীতিকার আলাউল হোসেন বলেন, ‘হৃদয় মাঝে কথা কয়’ ঈশ্বরপ্রেমের একটি গান। রাব্বি’র কণ্ঠে ভিন্নস্বাদের একটি বৈচিত্র্য আছে, যা শ্রোতাদের সহজেই নজর কাড়ে। গানটি রাব্বি’র জন্যই লিখেছি এবং স্বতঃস্ফূর্তভাবেই রাব্বি গেয়েছে।
সুরকার পূজন দাস বলেন, রাব্বি’র জন্য এটি আমার প্রথম সুর করা গান। ওর গায়কী আমাকে মুগ্ধ করেছে।
বুধবার রাত ১১টার পরে গানটির মিউজিক ভিডিও জি-সিরিজের অফির্সিয়াল ইউটিউব চ্যানেলে রিলিজ পেয়েছে বলে জানান সংগীত শিল্পী রাব্বি।
এই ঈদে ‘হৃদয় মাঝে কথা কয়’ গানটি ছাড়াও রাব্বির আরও ৬টি গান রিলিজের খবর পাওয়া গেছে। সিডি চয়েজ, জি-সিরিজ, জিশান মাল্টিমিডিয়া থেকে গানগুলি রিলিজ পাবে।
রাব্বি’র সাথে কথা বলে জানা যায়, রাজ কামালের কথায় ও প্লাবন কোরেশীর সুরে ‘মনে জ্বালা প্রাণে জ্বালা’র সঙ্গীতায়োজন করেছেন রিয়াল আশিক। মাহফুজ ইমরানের কথা ও সুরে ‘নদীর জলে চান্দের ছায়া’র সংগীতায়োজন করেছেন আপু রায়হান। কৃষ্ণ দাসের কথা ও সুরে ‘দৈত্যের ইচ্ছা পূরণ’ গানের সংগীতায়োজন করেছেন আলামীন খান। দেলোয়ার হোসেন দোলার কথায় ‘বাঁচা হবে না’ গানের সুর ও সংগীতায়োজন করেছেন রাব্বি আর.বি.। জামাল হোসেনের কথায় ‘প্রাণ পাখি’ গানে রেজোয়ান শেখ সুর ও সংগীতােয়াজন করেছেন। স্নেহাশীষ ঘোষের কথা ও সুরে ‘কলিজা তে লাগে’ গানটির সংগীতায়োজন করেছেন এম.এম.পি. রনি।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর