Friday, ডিসেম্বর ৮, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধারবেড়ায় বালুবাহী ড্রাম ট্রাক চাপায় ঠিকাদার নিহতমহাসড়কের দুপাশের গাছ চালক-যাত্রীদের আতঙ্ক

না বলা ভালোবাসা, কামরুল হাসান

শেয়ার করতে এখানে চাপ দিন

বসন্তের পাতা ঝরা দিনে ব্যকুল করা মনে দোলা দিয়ে যায় কোকিলের গানে, কোকিলের কুহু কুহু গানের শব্দে মুখরিত করে রেখেছে প্রকৃতিকে। চারদিকে সবুজ গাছপালা ও প্রকৃতি বসন্তের বাহারে করছে নাচানাচি। এমন দিনে পরন্ত বিকেলে নিরিবিলি আনমনে ভাবনার দুয়ারে হয়ত কেউ উকি মারছে, একথা ভাবতেই আচমকা কারো হাসি শুনে পিছন ফিরে তাকাতেই দেখি আওলা চুলের বাউলা মন, মুখে মুচকি হাসি, চলছে হেলেদুলে বাসন্তী এক মেয়ে। এক পলক দেখতেই হারিয়ে গেল, রেখে গেল মনের মধ্যে আচমকা এক আকাঙ্খা।

হেলে দুলে যায়রে কন্যা
বাসন্তী রঙ মেখে
চাঁদের ঝলক লেগেছে তার গায়ে ঝরা পাতার নুপুর , পরাবো আলতা পায়ে ।

এক পলকে ঐ রুপের ঝলকে হইলামযে পাগল, দিশেহারা মন অজানায় খুজে ফিরি তাহাকে, প্রতিদিনের ন্যায় পড়ন্ত বেলায় অপেক্ষায় অজানা প্রেম সাগরে ডুবে,খুঁজে ফিরি তাহাকে।অপেক্ষায় থাকতে হঠাৎ মনটা চমকে উঠল কাউকে দেখে, মনে হচ্ছে আমার মনের বাসন্তী রানী আসছে, যা ভাবছি তাই, বুকটা দুরু দুরু কাঁপছে, কি বলে সংবোধন করিব, আমার কথায় সেকি সাড়া দেবে, না অপমান করিবে, এই ভাবতেই,,, হাই, এ কথা বলতেই দাঁড়ালো বলছে আমাকে কিছু বললেন, না, কিন্তু কিছু বলতে চাচ্ছি, কি বলুন, আপনার নামটা, মুচকি হেসে বলছে, আমার নাম পিয়া আর কিছু, না ঠিকানাটা চাচ্ছিলাম এরপর পিয়া তার ঠিকানা দিয়ে চলে গেল, কিন্তু আমার মনের আবেগ তার কাছে প্রকাশ করিতে পারলাম না, এভাবে কিছুদিন দেখা দেখি চোখে চোখ ইশারা এতোটুকু পর্যন্ত থেমে পড়লাম দিনযায় রাত যায় পিয়ার কথা ভাবতে আমি দিশেহারা কখন আমার মনের কথা তাকে জানাব,একদিন মন কে স্থির করলাম তাকে আমার ভালোবাসার কথা জানাতে হবে, তাই তার সাথে দেখা করার জন্য অপেক্ষার পহর গুনতেই, একদিন তার চোখে চোখ পড়ল, কাছে আসতেই মুচকি হেসে সামনে দাঁড়াতেই কেমন আছেন, ভালো, তা আপনি কেমন আছেন বললাম, আমিও ভালো, আমি বলতেই, পিয়া বলছে, কিছু বলবেন মনে হয়, একটু দীর্ঘশ্বাস নিয়ে বলারত অনেক কথা, কি করে বলবো, আপনি খুব সুন্দর, আপনার হাসিটা আমার আরো ভালো লাগে, মুচকি হেসে বলছে, তাই, আপনি ভালো মনের মানুষ তাই আপনার কাছে সবই ভালো লাগে, এই বলে পিয়া চলে গেল কিন্তু আমার ভালবাসার কথা তো বলা হলো না, এভাবে তার সাথে কথা চলে ইশারা চলে, বৎসর ঘুরে চলে এলো বসন্ত বাহার, ঠিক যেখানে দেখা হয়েছিল সেখানে আনমনা হয়ে বসে আছি ভাবছি আজকে আমি আমার ভালোবাসার কথা অবশ্যই বলব, ভালবাসার আবেগ ধরে রেখে কষ্ট পেতে চাই না, চাই না সময় বদলের সাথে সাথে সেও বদলে যাক এক কথা ভাবতে পিয়া আমার মিষ্টি হেসে আসিতেছে, কেমন আছেন, আমাকে জিজ্ঞেস করল, চাপা কষ্টে করুন কন্ঠে তার চোখে চোখ রেখে বললাম ভাল, তোমার শরীর এত খারাপ দেখাচ্ছে কেন, ও কিছু না প্রিয়া অবশ্যই আপনার কিছু হয়েছে, কি আর হবে পিয়া । মিষ্টি হেসে বলছে আচ্ছা যা বলার মন খুলে বলে ফেলুন, বলবত কিন্তু সাথে ওনাকে পিয়া।ও আপনাকে তো বলাই হয়নি অনেক দিন ধরে বলতে চেয়েছি বেখেয়ালে বলা হয়নি আমার বিয়ে হয়েছে এবং ওনাই আমার স্বামী। আমি মাথা নিছু করে ও আচ্ছা , পিয়া আমার আর কিছু বলার নেই, বলতেই দেখি পিয়া তার স্বামীর হাত ধরে চলে যাচ্ছে। আমি নিবাক চোখে অশ্রু ভিজা দৃষ্টিতে তাকিয়ে————————————।ইতিহাস

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর