Sunday, মে ৫, ২০২৪
শিরোনাম
কাশিনাথপুরের ক্রিসেন্ট হাসপাতালে মতবিনিময় সভাপুন্ডুরিয়ায় রুপকথার আড্ডা বন্ধুমহলের ব্যাতিক্রমী ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিতসাঁথিয়ায় আগুনে কৃষকের ৭ টি ঘর ভূস্মিভুত, মানবেতর জীবন যাপনবেড়ায় কৃষি জমির মাটি ও বালি কাটার দায়ে জেল জরিমানাসাঁথিয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মে দিবস উদযাপনকরমজায় বিট পুলিশিং ও মতবিনিময় সভাবেড়ায় বৃষ্টির জন্য সালাতুল ইসতিসকা নামাজ আদায়অগ্রনী ব্যাংক কাশিনাথপুর শাখা থেকে ১০ কোটি ১৩ লাখ টাকা উধাও, গ্রেফতার ৩ কর্মকর্তাপাবনায় বিপুল পরিমাণ টাকাসহ পাউবোর দুই প্রকৌশলী আটক, পালিয়ে গেলেন ঠিকাদারসাঁথিয়ায় ডেপুটি স্পিকারের উদ্বোধনকৃত নতুন হাট ভেঙ্গে দিলেন এসিল্যান্ড

না বলা ভালোবাসা, কামরুল হাসান

শেয়ার করতে এখানে চাপ দিন

বসন্তের পাতা ঝরা দিনে ব্যকুল করা মনে দোলা দিয়ে যায় কোকিলের গানে, কোকিলের কুহু কুহু গানের শব্দে মুখরিত করে রেখেছে প্রকৃতিকে। চারদিকে সবুজ গাছপালা ও প্রকৃতি বসন্তের বাহারে করছে নাচানাচি। এমন দিনে পরন্ত বিকেলে নিরিবিলি আনমনে ভাবনার দুয়ারে হয়ত কেউ উকি মারছে, একথা ভাবতেই আচমকা কারো হাসি শুনে পিছন ফিরে তাকাতেই দেখি আওলা চুলের বাউলা মন, মুখে মুচকি হাসি, চলছে হেলেদুলে বাসন্তী এক মেয়ে। এক পলক দেখতেই হারিয়ে গেল, রেখে গেল মনের মধ্যে আচমকা এক আকাঙ্খা।

হেলে দুলে যায়রে কন্যা
বাসন্তী রঙ মেখে
চাঁদের ঝলক লেগেছে তার গায়ে ঝরা পাতার নুপুর , পরাবো আলতা পায়ে ।

এক পলকে ঐ রুপের ঝলকে হইলামযে পাগল, দিশেহারা মন অজানায় খুজে ফিরি তাহাকে, প্রতিদিনের ন্যায় পড়ন্ত বেলায় অপেক্ষায় অজানা প্রেম সাগরে ডুবে,খুঁজে ফিরি তাহাকে।অপেক্ষায় থাকতে হঠাৎ মনটা চমকে উঠল কাউকে দেখে, মনে হচ্ছে আমার মনের বাসন্তী রানী আসছে, যা ভাবছি তাই, বুকটা দুরু দুরু কাঁপছে, কি বলে সংবোধন করিব, আমার কথায় সেকি সাড়া দেবে, না অপমান করিবে, এই ভাবতেই,,, হাই, এ কথা বলতেই দাঁড়ালো বলছে আমাকে কিছু বললেন, না, কিন্তু কিছু বলতে চাচ্ছি, কি বলুন, আপনার নামটা, মুচকি হেসে বলছে, আমার নাম পিয়া আর কিছু, না ঠিকানাটা চাচ্ছিলাম এরপর পিয়া তার ঠিকানা দিয়ে চলে গেল, কিন্তু আমার মনের আবেগ তার কাছে প্রকাশ করিতে পারলাম না, এভাবে কিছুদিন দেখা দেখি চোখে চোখ ইশারা এতোটুকু পর্যন্ত থেমে পড়লাম দিনযায় রাত যায় পিয়ার কথা ভাবতে আমি দিশেহারা কখন আমার মনের কথা তাকে জানাব,একদিন মন কে স্থির করলাম তাকে আমার ভালোবাসার কথা জানাতে হবে, তাই তার সাথে দেখা করার জন্য অপেক্ষার পহর গুনতেই, একদিন তার চোখে চোখ পড়ল, কাছে আসতেই মুচকি হেসে সামনে দাঁড়াতেই কেমন আছেন, ভালো, তা আপনি কেমন আছেন বললাম, আমিও ভালো, আমি বলতেই, পিয়া বলছে, কিছু বলবেন মনে হয়, একটু দীর্ঘশ্বাস নিয়ে বলারত অনেক কথা, কি করে বলবো, আপনি খুব সুন্দর, আপনার হাসিটা আমার আরো ভালো লাগে, মুচকি হেসে বলছে, তাই, আপনি ভালো মনের মানুষ তাই আপনার কাছে সবই ভালো লাগে, এই বলে পিয়া চলে গেল কিন্তু আমার ভালবাসার কথা তো বলা হলো না, এভাবে তার সাথে কথা চলে ইশারা চলে, বৎসর ঘুরে চলে এলো বসন্ত বাহার, ঠিক যেখানে দেখা হয়েছিল সেখানে আনমনা হয়ে বসে আছি ভাবছি আজকে আমি আমার ভালোবাসার কথা অবশ্যই বলব, ভালবাসার আবেগ ধরে রেখে কষ্ট পেতে চাই না, চাই না সময় বদলের সাথে সাথে সেও বদলে যাক এক কথা ভাবতে পিয়া আমার মিষ্টি হেসে আসিতেছে, কেমন আছেন, আমাকে জিজ্ঞেস করল, চাপা কষ্টে করুন কন্ঠে তার চোখে চোখ রেখে বললাম ভাল, তোমার শরীর এত খারাপ দেখাচ্ছে কেন, ও কিছু না প্রিয়া অবশ্যই আপনার কিছু হয়েছে, কি আর হবে পিয়া । মিষ্টি হেসে বলছে আচ্ছা যা বলার মন খুলে বলে ফেলুন, বলবত কিন্তু সাথে ওনাকে পিয়া।ও আপনাকে তো বলাই হয়নি অনেক দিন ধরে বলতে চেয়েছি বেখেয়ালে বলা হয়নি আমার বিয়ে হয়েছে এবং ওনাই আমার স্বামী। আমি মাথা নিছু করে ও আচ্ছা , পিয়া আমার আর কিছু বলার নেই, বলতেই দেখি পিয়া তার স্বামীর হাত ধরে চলে যাচ্ছে। আমি নিবাক চোখে অশ্রু ভিজা দৃষ্টিতে তাকিয়ে————————————।ইতিহাস

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর