Sunday, মে ৫, ২০২৪
শিরোনাম
কাশিনাথপুরের ক্রিসেন্ট হাসপাতালে মতবিনিময় সভাপুন্ডুরিয়ায় রুপকথার আড্ডা বন্ধুমহলের ব্যাতিক্রমী ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিতসাঁথিয়ায় আগুনে কৃষকের ৭ টি ঘর ভূস্মিভুত, মানবেতর জীবন যাপনবেড়ায় কৃষি জমির মাটি ও বালি কাটার দায়ে জেল জরিমানাসাঁথিয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মে দিবস উদযাপনকরমজায় বিট পুলিশিং ও মতবিনিময় সভাবেড়ায় বৃষ্টির জন্য সালাতুল ইসতিসকা নামাজ আদায়অগ্রনী ব্যাংক কাশিনাথপুর শাখা থেকে ১০ কোটি ১৩ লাখ টাকা উধাও, গ্রেফতার ৩ কর্মকর্তাপাবনায় বিপুল পরিমাণ টাকাসহ পাউবোর দুই প্রকৌশলী আটক, পালিয়ে গেলেন ঠিকাদারসাঁথিয়ায় ডেপুটি স্পিকারের উদ্বোধনকৃত নতুন হাট ভেঙ্গে দিলেন এসিল্যান্ড

বেড়ায় ৪৭ বছর ইমামতির পর রাজকীয় মর্যাদায় বিদায়

শেয়ার করতে এখানে চাপ দিন

নাছির হোসাইন: বেড়ায় দীর্ঘ ৪৭ বছর ইমামতি শেষে হাটুরিয়া দক্ষিণ পাড়া জামে মসজিদের ইমামকে রাজকীয় মর্যাদায় বিদায় সংবর্ধনা জানিয়েছে হাটুরিয়া গ্রামবাসি।
এই রাজকীয় কায়দায় ইমামকে বিদায় জানানোর ঘটনা ঘটেছে পাবনা বেড়া উপজেলার হাটুরিয়া গ্রামে। হাটুরিয়া দক্ষিণ পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা নুরুল আমিন আনসারী ৪৭ বছর যাবত সুনামের সহিত ইমামতি করেছেন এই জামে মসজিদে। আর তিনি খুব সুন্দরভাবে দীর্ঘদিন যাবত তার দায়িত্ব পালন করায় গ্রামবাসির কাছে অনেক জনপ্রিয় হয়ে ওঠেন। এছাড়াও সে বিভিন্ন ওয়াজ মাহফিলে ককিল কণ্ঠের মাওলানা হিসেবে পরিচিত রয়েছে তার।
আর তাই তার বিদায়ের বেলায় তাকে শুক্রবার (২ই সেপ্টেম্বর) বাদ জুম্মা শেষে ৪৭ রকমের খাবার খাইয়ে গ্রামবাসি হাজার হাজার মানুষ একত্র হয়ে অসংখ্য  ফুলের মালা পড়িয়ে  অগন্তি উপহার দিয়ে মাওলানা নুরুল আমিন আনসারীকে রাজকীয় কায়দায় ঘোড়ার গাড়িতে করে বিদায় দেন হাটুরিয়া বাসি।
মাওলানা নুরুল আমিন আনসারীকে উপজেলার চাকলা ইউনিয়নের নলভাঙা তার নিজগ্রামে পৌছে দেন।
এ সময় এলাকার চেয়ারম্যানের উপস্থিতিতে প্রিয় ইমামের বিদায়ের বেলায় গ্রামের সকল নারী পুরুষের মধ্যে আবেগঘন পরিবেশের তৈরি হয়।
আর বিদায় নেওয়ার বেলায় ইমাম নিজেও আবেগপ্রবণ হয়ে ওঠেন। দীর্ঘ ৪৭ বছর পর জনপ্রিয় এই ইমামকে বিদায়ের সময় বক্তব্যে রাখেন হাটুরিয়া নাকালিয়া ইউপি চেয়ারম্যান মোঃ হামিদ সরকার,মসজিদ কমিটির সভাপতি মোঃ আবু জাফর মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল প্রামানিকসহ এলাকার ধর্মপ্রাণ মুসলিম সহ গন্যমান্য ব্যাক্তিবর্গরা।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর