তুলোশী চক্রবর্তী
ডিমের মাঝে কুসুমখানি
যেমন যত্নে থাকে রাখা
মায়ের কাছে তেমন যত্নেই আছো তুমি
এই যে, মায়ের বড় খোঁকা
বহুদিন তো হয়নি দেখা
চলে গেলে মোরে একলা রেখে
আজ তো শত শত মাইল দূরে তুমি
আমার দৃষ্টিসীমা থেকে
পরিবেশটাও এখন শান্ত বড়
লকডাউনে রাস্তাঘাটও ফাঁকা
আর দেখা হবে কি? না জেনেও
হৃদয়ে তোমায় নিয়ে আকাশ ছোঁয়া স্বপ্ন আঁকা
মন যে আমার তোমার প্রতি
বিশ্বাসে ভালোবাসায় ভরপুর একদম
তাই হয়তো তোমার খোঁজ খবরটা
এখন নিচ্ছি বড্ড কম
আর হোক বা না হোক চোখে চোখে দেখা
ঐ নদীর তীরে পা ঝুলিয়ে পাশাপাশি বসে
তবু এ হৃদয়ে থাকবে তুমিই সূর্যসম তেজে
যেতে তোমায় দিব না কখনো তারা হয়ে খসে।