Monday, ডিসেম্বর ১১, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীকে নির্বাচনে চান পাবনার সংস্কৃতিকর্মীরাওনার্স পরিচয় দেন ডাক্তার, দিচ্ছেন সর্ব রোগের চিকিৎসাডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

উষ্ণতার খোঁজে শীতল জলের বাষ্প

শেয়ার করতে এখানে চাপ দিন

রেজাউল করিম শেখ

‘নদীতে জল ডুবে গেলে
জং ধরা সূর্যরা আর আলো দেয় না সবুজ গ্রহে’। গ্রহান্তরের পুঞ্জীভূত ক্ষোভ জমাট বেঁধে গড়ে ওঠে বেদনার পাহাড়। চূড়া বসে কবি দেখেন- ‘দিন চলে যায় রাত চলে যায়/ মানুষ মরে যায় পচে যায়/ বদলে যায় সৌরজগত। বিক্ষোভের আগুনে জ্বলে ওঠে কবির অজস্র চোখ- ব্যথায় জর্জর কবির বোধ বলে ওঠে- মরিচাবদ্ধ তালার মতো বন্ধ হবে সূর্যালোমুখ/ নক্ষত্র বদলে যাবে সূর্য মরে যাবে। নিঃসীম অন্ধকারে তলিয়ে যায় কবির জগত, তার স্বজনদের শৃঙ্খলিত জীবনের আস্বাদে। গেয়ে ওঠেন আগুনে ঝাঁপ দেওয়া পাখির স্বজনের মতো বিউগল সুরে- মানুষ মরে গেছে কৃষক মরে গেছে/ কৃষ্ণ আলোতে ঢাকা অমাবস্যায়/ রাষ্ট্রবিজ্ঞানীরা নৈশ্য ভোজে বেছে নিয়ে সূর্যরশ্মি/বহমান নদী আছে নদীতে ডুবে গেছে জল’। কবি এখানেই থেমে যান না, হেরে যান না দপদপ করে জ্বলতে থাকা আগুনে, উচ্চারিত হয় ক্ষোভ-বিক্ষোভের পরিসমাপ্তিতে অনিকেত প্রশ্ন-জিজ্ঞাসা- ‘শীতল জলের রাষ্পরা জ্বলে উঠবে কোন কাল?’

এই শহরের মৃত মানুষের মতো কবি লাশের পাশে লাশ শুয়ে পড়েন। দেখেন নির্বাণের চোখে- কেউ জীবন্ত কেউ ঘুমন্ত কেউ মাতাল- লাশ। দ্বিধা-সংশয়ের নির্মম দেয়ালে পাষণ্ডের মতো কড়াঘাত করে বলে ওঠেন- উনুনের আগুনে সূর্যরা পুড়ে গেছে/ কচুর পানার মতো জন্মেছে লাশ… এই মৃতদের বাংলায় কবি শুয়ে থাকেন, মানে মড়ার মতো পড়ে থাকেন আপাত দৃষ্টিতে রক্তে মাংশে থলথলে দেহের মৃতদের ভিড়ে।

কবি সালেক শিবলু। ১ জুন ১৯৯১ সালে পাবনা জেলার সাঁথিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। বাঁশি, মঞ্চ আর কবিতার সোনালী দেহ তাঁর আপন ভুবন। কবির আজ জন্মদিন। এই এতোক্ষণ তাঁর কবিতায় হেঁটে বেড়ালাম। ‘শীতল জলের বাষ্প’- তাঁর প্রথম প্রকাশিত কবিতাগ্রন্থ।

জন্মদিনে কবির প্রতি শুভেচ্ছা!
জয় হোক কবি ও কবিতার
জয় হোক কবিতা অন্তঃপ্রাণ মানুষের।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর