Monday, ডিসেম্বর ১১, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীকে নির্বাচনে চান পাবনার সংস্কৃতিকর্মীরাওনার্স পরিচয় দেন ডাক্তার, দিচ্ছেন সর্ব রোগের চিকিৎসাডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

সাঁথিয়া পৌর আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি-বাচ্চু,সাধারণ সম্পাদক-খোকন

শেয়ার করতে এখানে চাপ দিন

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া পৌর আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাঁথিয়া পৌর সভার মেয়র মাহবুবুল আলম বাচ্চু সভাপতি এবং সাঁথিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার(১৮জুলাই) বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়ামে সাঁথিয়া পৌর আ’লীগের সভাপতি আবুল কাশেম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বাচ্চুর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাডঃ শামসুল হক টুকু এমপি। ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার। এ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক তপন হায়দার সান। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেড়া উপজেলা আ’লীগের সভাপতি ও পৌর মেয়র আসিফ শামস রঞ্জন, পাবনা জেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত আলী বিল্লু, সাঁথিয়া উপজেলা আ’লীগের সহ সভাপতি হাসান আলী খান, রবিউল করিম হিরু, নফিজ উদ্দিন সরকার,অধ্যাপক গোলাম মর্তুজা,যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সাজ্জাদ,বেড়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু সাইদ প্রমুখ।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর