Saturday, ডিসেম্বর ৯, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধারবেড়ায় বালুবাহী ড্রাম ট্রাক চাপায় ঠিকাদার নিহতমহাসড়কের দুপাশের গাছ চালক-যাত্রীদের আতঙ্ক

পাবনা প্রেসক্লাবে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

শেয়ার করতে এখানে চাপ দিন

নিজস্ব প্রতিনিধি : ১৯৬১ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা রোববার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টায় পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদের সঞ্চালায় সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সম্পাদক ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রণেশ মৈত্র, প্রেসক্লাব সদস্য পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খানসহ অন্যান্য সদস্যবৃন্দ।

সভার শুরুতে প্রয়াত সদস্যদের স্মরণে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে এক মিনিট নিরাবতা পালন করা হয়।

এ ছাড়া করোনাসহ বৈশ্বয়িক পরিস্থিতির কারণে বর্তমান কার্যকরি কমিটির মেয়াদ সর্বসম্মতক্রমে গত ৮ জুন থেকে আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়। এই সময়ের মধ্যে পাবনা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন, গঠনতন্ত্র সংশোধণী ও বার্ষিক আয় ব্যায়ের হিসাব সম্পন্ন করার জন্য বলা হয়।

পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, পাবনা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি মীর্জা আজাদ, সহসভাপতি শহীদুর রহমান শহীদ, সাবেক সভাপতি রুমী খন্দকার, সাবেক সম্পাদক উৎপল মীর্জা, সাবেক সম্পাদক আহমেদ উল হক রানা, প্রেসক্লাবের অর্থ সম্পাদক শুশিল তরফদার, কল্যাণ সম্পাদক সারোয়ার উল্লাস, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল, ক্রীড়া সম্পাদক কলিট তালিকদার, নির্বাহী সদস্য ইয়াসিন আলী মৃধা রতন, কৃষ্ণ ভৌমিক, জহুরুল ইসলাম, আ ক ম মোস্তাফিজুর রহমান চন্দন, আব্দুর রশিদসহ ৪৮ জন সদস্য উপস্থিত ছিলেন।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর