স্টাফ রিপোর্টার : সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. শামসুল হক টুক এমপি বলেছেন, ছেলে ধরা গুজবে আইন হাতে তুলে নিবেন না । একটি মহল দেশের মধ্যে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের কথায় বিভ্রান্ত হয়ে কোন লোক যাতে আইন হাতে তুলে না নেয় আইন শৃঙ্খলা বাহিনীকে সেদিকে নজর রাখতে হবে ।
এ্যাড. শামসুল হক টুক এমপি আরও বলেন, সরকার শিক্ষার মান উন্নয়নে নানামুখি কর্মসূচি গ্রহণ করেছে। শিক্ষিত যুব সমাজকে শুধু সরকারি চাকুরী নির্ভর না করে নানাভাবে উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদক, জঙ্গীবাদ, দুর্নীতি দমনে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধবংস করে । যে কোন মূল্যে যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে মুক্ত রাখতে হবে।
মঙ্গলবার পাবনার সাঁথিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাধ্যমিক পর্যায়ে স্কুল/কলেজ/মাদরাসার সব শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও প্রধান শিক্ষকদের সমন্বয়ে ‘মুজিববর্ষ ২০২০ উদযাপন এবং শিক্ষার মান উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।
সাঁথিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা আব্দুল হালিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাঁথিয়া উপজেলা আ’লীগের সহ সভাপতি হাসান আলী খান, অধ্যক্ষ নজরুল ইসলাম, অধ্যক্ষ ইসমাইল হোসেন কিরন, প্রধান শিক্ষক মফিজ উদ্দিন প্রমূখ।