Monday, ডিসেম্বর ১১, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীকে নির্বাচনে চান পাবনার সংস্কৃতিকর্মীরাওনার্স পরিচয় দেন ডাক্তার, দিচ্ছেন সর্ব রোগের চিকিৎসাডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

কাশিনাথপুরে সওজ এর অভিযানে আওয়ামী লীগের পার্টি অফিসসহ ৮ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

শেয়ার করতে এখানে চাপ দিন

কাশিনাথপুর প্রতিনিধি : মহাসড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। অধিদফতরের ‘এস্টেট অ্যান্ড ল’ অফিসার মাহবুবুর রহমান ফারুকীর নেতৃত্বে এ অভিযান চালানো হচ্ছে।

অভিযানে কাজীরহাট-পাবনা ও নগরবাড়ি-বগুড়া মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।

৪ দিন ব্যাপী উচ্ছেদ অভিযান কর্মসূচির প্রথম দিন বুধবার (৩১ জুলাই) সকাল থেকে কাশিনাথপুর ফুল বাগান মোড়ের আশাপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হয়। প্রথম দিনেই আট শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।অভিযানে সড়ক ও জনপথ বিভাগ ছাড়াও ম্যাজিস্ট্রেট, পুলিশ, দমকল বাহিনী, বিদ্যুৎ বিভাগ ও গ্যাস কোম্পানির কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

সংশ্লিষ্টরা জানান, এসব মহাসড়ক ফোর লেনে উন্নীত করার কাজ শুরু হবে শিগগির। এ কারণে মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।

অভিযানের প্রথম দিনেই গুঁড়িয়ে দেওয়া হয়েছে জাতসাখিনী ইউনিয়ন আওয়ামী লীগের একটি কার্যালয়ও।

আওয়ামী লীগের কার্যালয় উচ্ছেদ করার বিষয়ে জানতে চাইলে সড়ক ও জনপদ বিভাগ, পাবনার নির্বাহী প্রকৌশলী সমীরণ রায় বলেন, এই কার্যালয় ফুটপাতের ওপরে নির্মাণ করা হয়েছিল। ফুটপাত দখলমুক্ত করতে এই কার্যালয় উচ্ছেদ করা হয়েছে।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর