আরিফ খাঁন : পাবনার বেড়া সিএন্ডবি বাসস্ট্যান্ড ও মহাসড়কের দুইপাশে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল ১১টার থেকে দুইটা পর্যন্ত যুগ্ন সচিব সড়ক ও জনপদ অধিদপ্তরের ‘এস্টেট ও আইন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান ফারুকীর নেতৃত্বে বেড়া সিএন্ডবি বাসস্ট্যান্ড ও মহাসড়কের দুইপাশে এলাকায় অভিযান কালে প্রায় দুই শতাধিক কাঁচা, পাকা, সেমিপাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ অভিযানে সড়ক ও জনপথ বিভাগ ছাড়াও পুলিশ, দমকল বাহিনী, বিদ্যুৎ বিভাগ ও গ্যাস কোম্পানির কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
এ বিষয়ে যুগ্ন সচিব, সড়ক ও জনপদ অধিদপ্তরের ‘এস্টেট ও আইন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান ফারুকী বলেন, এসব মহাসড়ক ফোর লেনে উন্নত করার কাজ শুরু হবে শিগগির। তাছাড়া জনস্বার্থে ফুটপাত দখলমুক্ত করতে মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। ৪দিন ব্যাপী উচ্ছেদ অভিযান কর্মসুচি চলবে।