স্টাফ রিপোর্টার : আরিচা-কাজিরহাট-দৌলতদিয়াকে সংযুক্ত করে দ্বিতীয় পদ্মা -যমুনা সেতু নির্মাণের দাবিতে পাবনায় শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলার সাঁথিয়া উপজেলা সদরে সাঁথিয়া ফাউন্ডেশনের আয়োজনে এবং ঈশ্বরদী পৌর সদরে প্রেসক্লাবের সামনে পাবনা জেলা উন্নয়ন ফোরামের উদ্যোগে পৃথক দুটি মানববন্ধনে ওয়াই টাইপের সেতু নির্মাণের দাবি জানান হয়।
সাঁথিয়া ফাউন্ডেশন আয়োজিত এ কর্মসূচিতে বক্তব্য দেন ফাউন্ডেশনের সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মোজাম্মেল হক খান, ডা. মনসুরুল ইসলাম, অধ্যাপক আশরাফুল ইসলাম মজনু, জেলা পরিষদ সদস্য খোরশেদ আলম। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।

এদিকে ঈশ্বরদীতে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস, পৌর মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস ছালাম খান, পৌরসভার প্যানেল মেয়র সাঈদ হাসান শিমুল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর জহুরুল হক পূনো, জেলা পরিষদ সদস্য শফিউল আলম বিশ্বাস প্রমুখ। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ অংশ নেন।
বক্তারা বলেন, এক সময়ে উত্তরাঞ্চলের প্রবেশ দ্বার বলে খ্যাত ছিলো নগরবাড়ি ঘাট। যমুনা সেতু চালু হবার পরে অর্থনৈতিকভাবে এ এলাকা গুরুত্ব হারিয়েছে। বক্তারা বলেন পাবনাসহ আশেপাশের জেলা সমুহের সার্বিক উন্নয়নে ও রাজধানী ঢাকাসহ সারা দেশের সাথে যোগাযোগ সহজ করতে ২য় পদ্মা-যমুনা সেতুর বিকল্প নেই।
তারা বলেন যমুনা সেতুর ওপরে ক্রমাগত চাপ কমাতে এবং উত্তরবঙ্গ ও দক্ষিনবঙ্গের সাথে রাজধানীর স্বল্প সময়ে যাতায়াত নিশ্চিত করতে ও সড়ক দুর্ঘটনা রোধে পাবনাকে সংযুক্ত করে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। তারা এ ব্যাপারে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।