বেড়া প্রতিনিধি : পাবনার বেড়ায় ঘুষের টাকাসহ ইউনিয়ন ভুমি সহকারি কর্মকর্তা মো. আব্দুস সালাম ও অফিস সহকারি কামরুল ইসলামকে আটক করেছে দুদকের একটি টিম।
জানা যায়, সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে দুদকের পাবনা সহকারি পরিচালক মো. আতিকুর রহমানের নেতৃত্বে একটি টিম বেড়া পৌর ভূমি অফিসে অভিযান চালায়। এসময় ওই অফিস তল্লাসী করে ইউনিয়ন ভুমি সহকারি কর্মকর্তা মো. আব্দুস সালাম ও অফিস সহকারি কামরুল ইসলামের কাছ থেকে এক লক্ষ ৬৮ হাজার ২৭৬ টাকা জব্দ করা হয়। তার মধ্যে ৬০ হাজার ২৭৬ টাকা ভুমি উন্নয়ন কর আদায় বলে হিসেব দিতে পারলেও বাকি এক লক্ষ আট হাজার টাকার ব্যাখ্যা দিতে পারেনি তারা। জব্দকৃত টাকার মধ্যে ৫৯ হাজার টাকা মো. আব্দুস সালাম, ৪৯ হাজার টাকা কামরুল ইসলামের কাছ থেকে পাওয়া যায়। অভিযান চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
দুদক কর্মকর্তা মো. আতিকুর রহমান জানান, মামলার সুপারিশ করে প্রধান কার্যালয়ে এ রিপোর্ট পাঠানো হয়েছে।