স্টাফ রিপোর্টার : পাবনার আমিনপুর থানার ‘রক্তাক্ত জনপদ’খ্যাত ঢালার চরে আতিয়ার সরদার (২৮) নামের নিষিদ্ধঘোষিত চরমপন্থী দল পূর্ববাংলা সর্বহারা পার্টির আঞ্চলিক ক্যাডারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢালারচর ইউনিয়নের দুর্গাপুর বাজারে এ ঘটনা ঘটে। নিহত আতিয়ার চর দুর্গাপুর গ্রামের মৃত সাত্তার সরদারের ছেলে ও নিষিদ্ধঘোষিত চরমপন্থী দলের সক্রিয় সদস্য ছিল বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় আতিয়ার দুর্গাপুর বাজারে যাচ্ছিল। এ সময় ৫/৬ জন মুখোশধারী অকস্মাৎ এসে তার উপর গুলি চালায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
পুলিশ জানায়, আতিয়ার সর্বহারা দলের সক্রিয় ক্যাডার ছিল। তার নামে হত্যা, ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে। দুই মাস আগে সে মামলায় জামিন পেয়ে বাড়ি আসে।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, চরমপন্থীদের অভ্যন্তরীণ কলহের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। তিনি আরও জানান, ঘটনাস্থলে ৬ রাউন্ড গুলির খোসা পাওয়া গেছে।