নিজস্ব প্রতিবেদক :
বুধবার (৬ নভেম্বর) বিকেলে পাবনার বেড়া উপজেলার নাটিয়াবাড়িতে ধোবাখোলা করোনেশন উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে একটি শিক্ষাবিষয়ক আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সিদিপের (সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্রাকটিসেস) সহযোগিতায় কাশিনাথপুরের প্রয়াস সাংস্কৃতিক গোষ্ঠী এ অনুষ্ঠানের আয়োজন করে। মোহাম্মদ ইয়াহিয়া ও আলমগীর খান সম্পাদিত ‘আমাদের শিক্ষা : বিচিত্র ভাবনা’ বইয়ের ওপর ধোবাখোলা করোনেশন স্কুল এন্ড কলেজ, ডিজিটাল স্কুল এন্ড কলেজ ও বেড়া আলহেরা একাডেমি স্কুল এন্ড কলেজ-এর দশম ও একাদশ শ্রেণির ছাত্রছাত্রী একটি রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের এবং অংশগ্রহণকারী সকল ছাত্রছাত্রীকে বই পুরস্কার দেয়া হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও গল্পকার আকতার জামান ও ভাস্কর বিপ্লব দত্ত। অনুষ্ঠানে শিক্ষা ভাবনা প্রকাশ করেন প্রকৌশলী আনোয়ারুল আজিম খান অঞ্জন, কবি ও গীতিকার হুমায়ুন কবির, অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, অধ্যক্ষ আনোয়ার হোসেন খান শাহীন, অধ্যাপক জাহাঙ্গীর আলম, অধ্যাপক মাহবুব হোসেন, প্রধান শিক্ষক তারেকুজ্জামান তারেক প্রমূখ। বক্তাগণ শিক্ষার্থীদের নিয়ে এ ধরণের শিক্ষাবিষয়ক অনুষ্ঠান আয়োজনের প্রশংসা করেন।
কবি ও কলামিস্ট আলমগীর খানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিদীপের পরিচালক ফজলুল হক খান।
প্রধান অতিথি সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির তার বক্তব্যে বলেন, অভিভাবকরা যদি শিশুসন্তানের ভেতর স্বপ্ন জাগিয়ে তুলতে পারেন, তবে সেই সন্তান বিপথগামী হবে না কখনও। এখনকার ছেলেমেয়েরা অনেক মেধাবী; শুধু দরকার তাদের সঠিক পরিচর্যার। তবেই আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত হয়ে উঠতে সক্ষম হবে।
অনুষ্ঠান বিকেল ৩ টায় শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলতে থাকে।