গোলাম মাহবুব, নিজস্ব প্রতিনিধি : পাবনার আমিনপুর থানার রূপপুর ইউনিয়নের মাশুন্দিয়া ভবানীপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি কসমেটিক্সের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি শনিবার রাতে মাশুন্দিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থিত মার্কেটে ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত প্রায় পৌনে দশটার দিকে মুহূর্তেই পুরো মার্কেটের রাসেল কসমেটিক্স, ইলিয়াস কসমেটিক্স ও সৃষ্টি কসমেটিক্সে দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে। সাথে সাথে স্থানীয় ব্যবসায়ী, বাসিন্দা ও পথচারীরা আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে রাত সাড়ে দশটায় কাশিনাথপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তিনটি দোকানের ৫টি ফ্রিজ, দুইটি ফটোকপি মেশিনসহ কসমেটিক্স সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।
আমিনপুর থানার অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিরাপত্তার কাজে নিয়োজিত ছিল। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও সঠিক তথ্য পাওয়া যায়নি।
রাসেল কসমেটিক্সের মালিক রাসেল প্রাং বলেন, তিনটি দোকানে প্রায় ত্রিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, মাশুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিরোজ হোসেন ও রুপপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাশেম উজ্জল ঘটনাস্থল পরিদর্শন করেন।
চেয়ারম্যান আবুল হাশেম উজ্জল ও মো. মিরোজ হোসেন ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের সহায়তার প্রতিশ্রুতি দেন এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের ক্ষতিগ্রস্থদের উপজেলার পরিষদ বরাবর আর্থিক সহায়তা চেয়ে আবেদন করতে বলেন।
কাশিনাথপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোরশেদ আলম জানান, আগুন লাগার খবর শুনে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে আমরা ধারনা করছি বিদ্যুতের শট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তবে তদন্ত করে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যাবে।
দোকান মালিকদের একমাত্র আয়ের উৎস দোকান আগুন পুড়ে যাওয়ায় তারা এখন পাগল প্রায় ও নিঃস্ব হয়ে যায়।