শিকদার সোবহান : পাবনার আমিনপুর থানাধীন মাসুমদিয়া ইউনিয়নের আওতাধীন সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ ও বই বিতরণ অনুষ্ঠান বুধবার (১ জানুয়ারি) দুপুরে ইউনিয়নের কাজিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয়। ইউনিয়নের ২০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে ৪ হাজার শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ।
মাসুমদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিরোজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা-২ আসনের সংসদ সদস্য, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য আহমেদ ফিরোজ কবির।
আহমেদ ফিরোজ কবির বলেন, আজকের শিশুদেরই আগামীতে যোগ্য মানুষ হয়ে দেশের প্রতিনিধিত্ব করতে হবে। বাবা মায়ের বাধ্য সন্তান ও দেশের সুনাগরিক হতে হলে ভালোভাবে লেখাপড়া করতে হবে। তিনি আরও বলেন, আমাদের সময়ে পুরাতন বই দিয়ে পড়েছি। অথচ বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের ফলে তোমরা প্রতিবছর নতুন নতুন বই পাচ্ছো।
বিশেষ অতিথি পাবনা জেলা প্রশাসক বলেন, আজ আমাদের পাবনা জেলায় এক সাথে প্রায় ৭ লক্ষ প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীর হাতে বিনা মূল্যে বই দিতে পেরেছি। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ।

মোকবুল হোসেন ও রেজাউল করিম মৃধার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহিদ নেওয়াজ, স্থানীয় সরকার বিভাগ পাবনার ভারপ্রাপ্ত উপ-পরিচালক আফরোজা আখতার, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, বেড়া উপজেলা নির্বাহী অফিসার আসিফ আনাম সিদ্দিকী, ডিস্ট্রিক ফ্যাসিলেটেটর, এলজিএসপি-৩ মো. মনোয়ার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মো. তোফাজ্জল হোসেন। আয়োজকরা জানান, এলজিএসপি-৩ এর আওতায় মাসুমদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরোজ হোসেনের পৃষ্টপোষকতায় ক্ষুদে শিক্ষার্থীদের হাতে নতুন বছরে নতুন বইয়ের সাথে নতুন স্কুলব্যাগ উপহার দেয়া হয়।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী -অভিভাবক-সাংবাদিক-জনপ্রতিনিধি-সরকারি কর্মকর্তা-সমাজ সেবক ও মুক্তিযোদ্ধাসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।