নিজস্ব প্রতিনিধি : সোমবার (৬ জানুয়ারি) পাবনার কাশিনাথপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাব্বি (১৪) নামক এক কিশোর নিহত হয়েছে। নিহত রাব্বি নগরবাড়ির ইসলামপুর গ্রামের হারেজ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বিকেল চারটার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের কাশিনাথপুরে এলকে কলোনীর সামনে এ দুর্ঘটনা ঘটে। ওই সময় কাশিনাথপুর থেকে একটি অনুষ্ঠান দেখে মাজেদুল নামের এক বন্ধুর মোটর বাইকে করে রাব্বি বাড়ি ফিরছিল। বাইক চালক সর্পিল ভঙ্গিতে বাইক চালাতে গেলে হঠাৎ পেছন থেকে রাব্বি ছিটকে পড়ে। এমন সময় একটি ট্রাক এলে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই রাব্বি নিহত হয়। এ সময় বাইক চালক মাজেদুল দ্রুত গতিতে স্থান ত্যাগ করে।