স্টাফ রিপোর্টার : আরিচা-কাজিরহাট-দৌলতদিয়া সংযোগ ওয়াই টাইপ ২য় যমুনা-পদ্মা সেতুর দাবিতে সোমবার (২৭ জানুয়ারি) পাবনা জেলাসহ বিভিন্ন স্থানে প্রায় ১৪০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ মানববন্ধন সফল করতে পাবনার বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশ নেন। ২য় যমুনা-পদ্মা সেতুর দাবিতে জেলা উন্নয়ন ফোরামের উদ্যোগে বেলা ১১টায় বেড়া উপজেলার কাজীরহাট থেকে শুরু হয়ে আমিনপুর, কাশিনাথপুর, দুলাই, আতাইকুলা, পুষ্পপাড়া, পাবনা টেবুনিয়া থেকে বাঘাবাড়ী ও টেবুনিয়া থেকে ঈশ্বরদী রেল স্টেশন পর্যন্ত ১৪০ কিলোমিটার মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা উন্নয়ন ফোরামের সভাপতি এসকে হাবিবুল্লাহ জানিয়েছেন, এ সেতুটি করা হলে পাবনা থেকে ঢাকার দূরত্ব ৮০ কিলোমিটার কমে যাবে। এতে জ্বালানি ও সময় সাশ্রয় হবে। স্বল্প সময়ে ও কম ব্যয়ে কৃষকরা উৎপাদিত পণ্য ঢাকায় বাজারজাত করতে পারবে। বঙ্গবন্ধু সেতুর ওপর চাপ যেমন কমবে, অন্যদিকে প্রতিবছর নদী খনন ও ফেরিঘাট স্থানান্তর ও রক্ষণাবেক্ষণ বাবদ বছরে প্রায় ৩ হাজার কোটি টাকা সাশ্রয় হবে। সেতুটি নির্মিত হলে পাবনায় আরও শিল্প কারখানা চালুসহ ব্যাপক কর্মসংস্থান হবে।
জেলা উন্নয়ন ফোরামের সেক্রটারী জাহাঙ্গীর হোসেন মিয়া বলেন, একসময়ের উত্তরাঞ্চলের প্রবেশদ্বার খ্যাত ছিল নগরবাড়ি ঘাট। যমুনা সেতু চালু হওয়ার পর অর্থনৈতিকভাবে ঐতিহ্য হারায় এ ঘাট। যমুনা সেতুর ওপর ক্রমাগত চাপ কমাতে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সঙ্গে রাজধানীর স্বল্প সময়ে যাতায়াত নিশ্চিত করতে সর্বোপরি সড়ক দূর্ঘটনা রোধে পাবনাকে সংযক্ত করে পদ্মা সেতু নির্মাণ এখন সময়ের দাবীতে পরিণত হয়েছে। তাই আগামী দিনের এমন কর্ম পরিকল্পনায় পাবনাকে যেন যুক্ত করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে এ আহবান জানান মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা।