Sunday, ডিসেম্বর ১০, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীকে নির্বাচনে চান পাবনার সংস্কৃতিকর্মীরাওনার্স পরিচয় দেন ডাক্তার, দিচ্ছেন সর্ব রোগের চিকিৎসাডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

আজ রিলিজ হচ্ছে কামরুজ্জামান রাব্বি’র ‌নতুন চমক ‘‌‌‌‌দ্বীনের নবী’

শেয়ার করতে এখানে চাপ দিন

নিজস্ব প্রতিনিধি :
আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো- শ্রোতাপ্রিয় এই গানটি যার কণ্ঠে ভাইরাল হয়েছিল তার নাম কামরুজ্জামান রাব্বি। এই সময়ের জনপ্রিয় সঙ্গীতশিল্পী রাব্বি একের পর এক ভক্তদের উপহার দিচ্ছেন নতুন নতুন গান। নতুন নতুন রূপে নিজেকে উপস্থাপন করছেন ভক্তদের সামনে। আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার পরে রাব্বি তার শ্রোতাদের সামনে ‘‌‌‌‌দ্বীনের নবী’ শিরোনামে একটি সুফি গান নিয়ে হাজির হচ্ছেন। রাব্বি’র নিজের KZ RABBI নামের ইউটিউব চ্যানেল ও ইউসুফ রাজু’র YR MUSIC ইউটিউব চ্যানেলে একযোগে গানটির মিউজিক ভিডিওটি রিলিজ হচ্ছে।
দ্বীনের নবী নূরের ছবি তুমিই পারের কাণ্ডারী/খুলে দাও দ্বার করো মোরে পার/আমি যে তোমার উম্মত গোনাগার- এমনই কথায় গানটি লিখেছেন এই সময়ের প্রতিশ্রুতিশীল গীতিকার আলাউল হোসেন এবং সুর করেছেন ফেরদৌস তপন। গানটির সংগীত আয়োজন করেছেন তমাল হাসান। পাবনার বেড়া উপজেলার নগরবাড়ি ঘাটে যমুনা নদীতে ও পাশের কয়েকটি লোকেশনে মিউজিক ভিডিওটির দৃশ্যধারণ করা হয়। রাব্বিসহ ৯ জন মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন।
গানটি প্রসঙ্গে কামরুজ্জামান রাব্বি বলেন, নতুন নতুন গানে কাজ করছি বেশ ভালো লাগছে। যে গানটি বছরের শুরুতেই আমার ভক্ত শ্রোতাদের উপহার দিতে যাচ্ছি, এর কথা ও সুর অসাধারণ। গানটি সুফি ঘরানার নবীপ্রেমের গান। অবশ্যই গানটি নিয়ে খুব আশাবাদী আমি। সুফি গান যারা ভালোবাসেন, তাদের মন ছুঁয়ে যাবে আশা করি।
রাব্বি বলেন, সুফি গান নিয়ে আরও কাজ করার ইচ্ছে আছে। সুফি গানের প্রচুর ভক্ত আছে, কিন্তু সে তুলনায় আমাদের দেশে আধুনিক সুফি গান খুবই কম তৈরি হচ্ছে। সবার ইতিবাচক সাড়া পেলে অবশ্যই আরও বড় পরিসরে কাজ করবো ইনশাআল্লাহ।
গীতিকার আলাউল হোসেন বলেন, সুফি গানের প্রতি আমার ভীষণ রকমের দুর্বলতা রয়েছে। এর আগেও আমার লেখা গানে রাব্বি কণ্ঠ দিয়েছিলেন। রাব্বি’র কণ্ঠে আমি ভিন্ন ধরণের বৈচিত্র্য লক্ষ্য করি। বস্তুত রাব্বি’র জন্যই আমি গানটি লিখেছি। আশা করছি- গানটি শ্রােতাদের মন জয় করতে পারবে।
গ্রামীনফোনের গ্রাহকদের এই গানটি ওয়েলকাম টিউন হিসেবে সেট করতে মেসেজ অপশনে গিয়ে WT লিখে স্পেস দিয়ে 9563553 টাইপ করে 24000 নম্বরে পাঠিয়ে দিতে হবে।
রবির গ্রাহকদের এই গানটি গুনগুন সেট করতে মেসেজ অপশনে গিয়ে get লিখে স্পেস দিয়ে 9563553 টাইপ করে পাঠিয়ে দিতে হবে 28466 নম্বরে।
বাংলালিংক গ্রাহকদের এই গানটি আমারটিউন হিসেবে সেট করতে মেসেজ অপশনে গিয়ে down লিখে স্পেস না দিয়ে 9563553 টাইপ করে পাঠিয়ে দিতে হবে 22222 নম্বরে।
এয়ারটেল গ্রাহকদের এই গানটি কলারটিউন হিসেবে সেট করতে মেসেজ অপশনে গিয়ে CT লিখে স্পেস দিয়ে 9563553 টাইপ করে পাঠিয়ে দিতে হবে 23123 নম্বরে।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর