গোলাম মাহবুব : বর্তমানে দেশের সবচেয়ে বড় আতঙ্ক করোনা ভাইরাস। এর বিস্তার প্রতিরোধ করতে রাষ্ট্রীয়ভাবে গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। ফলে রোববার (২২ মার্চ) রাতে পবিত্র শবে মিরাজের নফল নামাজ বাড়িতে আদায় করতে জাতীয়ভাবে নির্দেশ দেওয়া হয়েছে।
ফলে দেশের মসজিদগুলোর মত আমিনপুর থানাধীন বিভিন্ন মসজিদগুলোেত পবিত্র সবে মেরাজের রাতেও মানুষের উপস্থিতি ছিল না বললেই চলে।
পাবনা জেলার আমিনপুর থানার বিভিন্ন মসজিদে সরেজমিনে দেখা যায়, অল্প মুসল্লীদের উপস্থিতিতে ক্ষুদ্র পরিসরে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এবং সারা বিশ্বের সকল মানুষের করোনা ভাইরাসের হাত থেকে রক্ষার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করা হয়।
মহান আল্লাহ যেন পবিত্র মিরাজ শরিফের উসিলায় সারা বিশ্বের সকল মানুষকে মাফ করেন, সবাইকে এই ভয়ংকর ভাইরাসের হাত থেকে রক্ষা করেন।