শিকদার সোবহান : করোনা ভাইরাস প্রতিরোধে এবং বিস্তাররোধে পাবনার আমিনপুর থানার মাসুমদিয়া ইউনিয়নের নিভৃত পল্লী শ্যামপুর গ্রামের এক সাহসী নারীর এগিয়ে আসার গল্প। তাসকীনা সিনথী চ্যারেটি ফাউন্ডেশনের (টিএসসিএফ) পরিচালক মাহমুদা সবুজের নিজ উদ্যোগে ও নানান দিকনির্দেশনায় 100+ group এর সৌজন্যে চলতি বছরের শুরুতে চীনে যখন করোনা ভাইরাস মহামারী আকার ধারন করেছে তখন থেকেই তিনি করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করার লক্ষে বিভিন্ন সেমিনার ও অনুষ্ঠান করেছিলেন। গত ৭ মার্চ থেকে তিনি গ্রামের মানুষদের সচেতন করার লক্ষে মাদুমদিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে বিশেষ করে কাশেম মোড়, সিদ্দিক মোড়সহ চরাঞ্চলের মানুষদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করে আসছেন। গত কয়েকদিন ধরে রাস্তাঘাট, দোকানপাটে জীবাণুনাশক ব্লিচিং মিশ্রিত পানি স্প্রে করেছেন। এছাড়াও এলাকার বিভিন্ন মসজিদে মসজিদে সাবান এবং দরিদ্র ও দিনমজুর খেটে খাওয়া মেহনতি জানাসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন।

আলাপকালে তিনি বলেন , দেশের এই সংকটময় মুহূর্তে আমাদেত উচিত মানুষের পাশে থাকা এবং সাধ্যমত দরিদ্র মানুষের সাহায্য করা। তিনি আরও বলেন, করোনার বিরুদ্ধে যুদ্ধ করে বাঁচতে হবে। 100+ গ্রুপের প্রতিষ্ঠাতা মাহমুদা সবুজের সকল সামাজিক ও সাংস্কৃতিকমুলক কাজগুলি মাঠ পর্যায়ে বাস্তবে রুপান্তর করার জন্য দিনরাত পরিশ্রম করে আসছে একদল তরুন যুবক। এর মধ্যে অন্যতম তার জৈষ্ঠ্য পুত্র মো. সজল খান, সিনথী পাঠশালার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. খাইরুল বাসার পিয়াস, ইউরোপিয়ান ইউনিভার্সিটির ৩য় সেমিস্টারের ছাত্র মো. তাওহীদ হোসেন খান পাপ্পু, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ ৭ম সেমিস্টারের ছাত্র আশিক মাহমুদ অন্তুসহ আরো অনেকে। ইতোমধ্যে মাহমুদা সবুজ এলাকায় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কাজের জন্য আলাদা সুনাম কুড়িয়েছেন।